শনিবার রাজ্যে আরও কমল করোনা সংক্রমণের গতি। দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৩০০-র নীচে। সঙ্গে কমেছে দৈনিক সংক্রমণের হারও। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের।
এদিন রাজ্যে ৩৫,৫৯১টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তার মধ্যে ২৮১টি নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছে। যা মোট পরীক্ষা হওয়া নমুনার ০.৭৯ শতাংশ। এদিন রাজ্যে সমস্ত জেলাতেই সংক্রমণ ছিল ৫০-এর নীচে। ১০ জেলায় সংক্রমণ ছিল ১০-এর নীচে। পুরুলিয়ায় এদিন মাত্র ১ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০.১৩ লক্ষ।ট্রেন্ডিং স্টোরিজ
এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ১২ জনের। ৫ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ৩ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। উত্তরবঙ্গে এদিন করোনায় মোট মৃত্যু ২।
এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ১,৩৫৭ জন। যার ফলে ১,০৮৮টি অ্যাক্টিভ কেস কমেছে। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ৬,৬৪৮। সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ।
গত বছর ১ এপ্রিলের পর রাজ্যে এই প্রথম ৭,০০০-এর নীচে নামল করোনার অ্যাক্টিভ কেস। গত ১ এপ্রিল রাজ্যে করোনার অ্যাক্টিভ কেস ছিল ৬,৫১৩।