মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় টোকাটুকি রুখতে অদ্ভুত পদক্ষেপ করল মধ্যপ্রদেশের ভিন্ড এবং মোরেনার জেলা শিক্ষা দফতর। পরীক্ষার সময় প্রাইভেট শিক্ষকদের থানায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমন নির্দেশিকা এর আগে কোনওদিন শোনা যায়নি। জেলা শিক্ষা আধিকারিকের এই নির্দেশের পর এই কার্যত শোরগোল পড়ে গিয়েছে। মধ্যপ্রদেশের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে। চলবে ১২ মার্চ পর্যন্ত। পরীক্ষার প্রথম দিন জেলা শিক্ষা দফতরের এই নির্দেশের পরেই বহু প্রাইভেট শিক্ষককে থানায় থাকতে দেখা যায়।
মধ্যপ্রদেশের মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় টোকা টুকির অভিযোগ রয়েছে বহু দিনের। পরীক্ষায় টোকা টুকি রুখতে এর আগেও বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা শিক্ষা দফতর। তারপরেও টোকাটুকি বন্ধ করা সম্ভব হয়নি। দেখা যায় প্রাইভেট শিক্ষকরা পড়ুয়াদের টোকাটুকি করতে সাহায্য করেন। এর ফলে চিটিং মাফিয়াদের হাত থেকে পড়ুয়াদের ভবিষ্যৎকে বাঁচাতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মধ্যপ্রদেশের জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।
জেলা শিক্ষা অধিকারিকের কাছ থেকে এই মর্মে নির্দেশিকা পাওয়ার পরে প্রতিটি ব্লকে প্রাইভেট শিক্ষকদের একটি তালিকা প্রস্তুত করা হয়। তালিকায় দেখা যায় ১৫০ জন শিক্ষকের নাম রয়েছে যারা পরীক্ষার সময় পড়ুয়াদের টোকাটুকিতে সাহায্য থাকেন। পরীক্ষার সময় অনেক প্রাইভেট শিক্ষকদের যেমন থানায় বসিয়ে রাখা হয়, তেমনি অনেককেই ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারে বসিয়ে রাখা হয়। এ বিষয়ে জেলার ডিইও হরিভুবন সিং তোমর জানিয়েছেন, প্রাইভেট টিচাররা যাতে কোনওভাবে পড়ুয়াদের টোকাটুকি করতে সাহায্য না করে করতে না পারেন তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।