রাতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। জোড়াবাগানের ঘিঞ্জি বসতিতে আগুল লাগে গতরাতে। রাত সাড়ে দশটা নাগাদ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এরপর ঘিঞ্জি এলাকায় ক্রমেই আগুন লেগে যায়। পরে আগুন লেগে আরও দু’টি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এর জেরে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন ছড়িয়ে পড়তেই আশেপাশের বাড়ি থেকে সিলিন্ডার সরানো হয়। স্থানীয়দের নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। এলাকা ঘিঞ্জি হওয়ায় কাজ করতে অসুবিধা হচ্ছিল দমকলের। এই আবহে শুক্রবার গভীর রাত পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। শনিবার সকালেও ধিক ধিক করে আগুন জ্বলতে দেখা যায় সেখানে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
এলাকায় শতাধিক ঝুপড়ি ছিল। বস্তির প্রায় সব ঝুপড়ি বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। প্রতিটি ঝুপড়ির মাথায় টিন, খাপরা, প্লাস্টিক বা ত্রিপলের চাল। তাই দ্রুত ছড়িয়েছে আগুন। অগ্নিকাণ্ডে অনেকেরই অনেক ক্ষতি হয়েছেন। তবে আগুন লাগতেই উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে শনিবার সকালে দমকলের দীর্ঘ কয়েক ঘণ্টায় তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।