বাঙালি দম্পতির নামে বেঙ্গালুরুতে ‘বাগচি-পার্থসারথি’ হাসপাতাল তৈরি করবে IISc

বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা আইআইএসসি। এই আইআইএসসি-র হাসপাতাল তৈরি হবে এক বাঙালি দম্পতির নামে। বেঙ্গালুরুর এই শিক্ষা প্রতিষ্ঠানটি ৮০০ শয্যা বিশিষ্ঠ ‘বাগচি-পার্থসারথি’ নামে মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি করবে বলে ঘোষণা করল। হাসপাতাল গড়ার ক্ষেত্রে সর্বাধিক অর্থসাহায্য করেন মার্কিন নিবাসী সুস্মিতা বাগচি ও সুব্রত বাগচি। সঙ্গে হাত মিলিয়েছেন রাধা এবং এনএস পার্থসারথি। এই দুই দম্পতির পদক্ষেপকে স্বাগত জানাতেই তাঁদের পদবির নামে এই হাসপাতালের নামকরণ করেছে।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর আইআইএসসি ক্যাম্পাসেই গড়ে উঠবে এই হাসপাতাল। বাগচি ও পার্থসারথি দম্পতি যৌথ ভাবে ৪২৫ কোটি টাকা দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সকে। ভ্যালেন্টাইন্স ডে-র দিন এই সংক্রান্ত মউ স্বাক্ষরিত হয়। গুজরাতের আমদাবাদের এক সংস্থাকে হাসপাতাল ভবন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ

এই হাসপাতাল প্রসঙ্গে আইআইএসসি-র অধিকর্তা অধ্যাপক গোবিন্দন রঙ্গরাজন জানান, বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানগুলির ধাঁচে একটি পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল স্কুল গড়ছেন তাঁরা। এমডি এবং পিএইচডি করা যাবে এই প্রতিষ্ঠান থেকে। পাশাপাশি এটি একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালও হবে। অঙ্কোলজি, কার্ডিওলজি, নিউরোলজি, এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএনটেরোলজি ছাড়াও আরও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ থাকবে এই মাল্টি স্পেশালিটি হাসপাতালে। রোবটিক সার্জারি ও অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থাও থাকবে ‘বাগচি-পার্থসারথি’ হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.