‘উন্নত দেশগুলির প্রতিশ্রুতি পূরণের সময় এখন’, বিশ্বমঞ্চে জলবায়ু নিয়ে বার্তা মোদীর

আগামী ২০ বছরে ভারতে শক্তির চাহিদা বাড়বে দুই গুণ। এবং ভারতবাসীর এই চাহিদা পূরণ করতে হবে সরকারকে। তা করা সম্ভব না হলে কোটি কোটি ভারতবাসীর জীবনযাপনের অধিকারে হস্তক্ষেপ করা হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ‘ওয়ার্ল্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিট’-এ বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ-এর অধীনে আমরা যে প্রতিশ্রুতি করছি তা আমরা পূরণ করব। আমরা গ্লাসগোতে অনুষ্ঠিত COP-26-এ আমাদের যে লক্ষ্যমাত্রা স্থির করেছি তা উচ্চাকাঙ্ক্ষী। শুধুমাত্র জলবায়ুর প্রতি ন্যায়বিচারের মাধ্যমেই পরিবেশকে রক্ষা করা সম্ভব। জলবায়ু সংরক্ষণের পদক্ষেপের জন্য পর্যাপ্ত অর্থায়নের প্রয়োজন। যার জন্য উন্নত দেশগুলিকে অর্থ ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। স্থায়িত্বের জন্য বিশ্বব্যাপী সাধারণের জন্য সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।’

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘আমরা শুনেছি মানুষ আমাদের গ্রহ নাকি ভঙ্গুর। আদতে আমাদের গ্রহ ভঙ্গুর নয়, আমরা ভঙ্গুর। গ্রহ এবং প্রকৃতির প্রতি আমাদের প্রতিশ্রুতিও ভঙ্গুর। ১৯৭২ সালের স্টকহোম সম্মেলনের পর থেকে গত ৫০ বছরে অনেক কিছু বলা হয়েছে। কিন্তু সেই কথা অনুযায়ী খুব কম কাজই করা হয়েছে। কিন্তু ভারতে আমরা যা বলেছি, তা করেছি। দরিদ্রদের জন্য ন্যায়সঙ্গত শক্তি সরবরাহ আমাদের পরিবেশ নীতির মূল ভিত্তি।’ট্রেন্ডিং স্টোরিজ

নিজের সরকারের কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘উজ্জ্বলা যোজনার মাধ্যমে ৯ কোটির বেশি পরিবারকে রান্নার জন্য স্বচ্ছ জ্বালানী সরবরাহ করায়া হয়েছে। প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের অধীনে ভারত সরকার কৃষকদের কাছে নবায়নযোগ্য শক্তি পৌঁছে দিয়েছে। রাসায়নিক মুক্ত প্রাকৃতিক কৃষির উপর জোর দেয় ভারত। বিগত ৭ বছর ধরে আমাদের এলইডি বাল্ব বিতরণ প্রকল্প আমাদের প্রতি বছর ২২০ বিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুত বাঁচাতে এবং ১৮০ বিলিয়ন টন কার্বনডাইঅক্সাইড নির্গমন কমাতে সাহায্য করেছে। আমরা জাতীয় হাইড্রোজেন মিশন ঘোষণা করেছি। এর লক্ষ্য গ্রিন হাইড্রোজেন প্রযুক্তি উদ্ভাবন। আমাদের ভবিষ্যতকে আরও শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি এটা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.