গত উইকএন্ডেই আইপিএল নিলামে ঝড় তুলেছিলেন লিয়াম লিভিংস্টোন। ব্রিটিশ তারকাকে নিয়ে মেগা নিলামে রীতিমতো টানাটানি শুরু হয়েছিল। শেষমেশ দীর্ঘ লড়াই শেষে পঞ্জাব কিংস তাঁকে দলে নেয় ১১ কোটি ৫০ লক্ষ টাকার বিশাল অঙ্কে। যদিও নিলামের পরেই নিজের ফর্ম দিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে আশ্বস্ত করতে পারলেন না লিভিংস্টোন।
পঞ্জাব কিংসে মালামাল হওয়ার ঠিক পরেই পাকিস্তান সুপার লিগের ম্যাচে শূন্য রানে আউট হয়ে বসেন লিভিংস্টোন। মঙ্গলবার কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে পেশোয়ার জালমির হয়ে মাঠে নামেন লিয়াম। তিন নম্বরে ব্যাট করতে নেমে লিভিংস্টোন ৩ বল খেলে শূন্য রানে আউট হন। তাঁকে বোল্ড করেন নাসিম শাহ।ট্রেন্ডিং স্টোরিজ
পিএসএলে এখনও পর্যন্ত মোট ৩টি ম্যাচে মাঠে নামেন লিভিংস্টোন। মুলতান সুলতানসের বিরুদ্ধে ২৪ রান করে আউট হন তিনি। পরে করাচি কিংসের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল মোটে ৬ রান। বল হাতে শেষ ২টি ম্যাচে তিনি ১টি করে উইকেট নিয়েছেন।
কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে লিভিংস্টোন খাতা খুলতে না পারলেও তাঁর দল পেশোয়ার জালমি ২৪ রানে জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করে জালমি ৭ উইকেটে ১৮৫ রান তোলে। জবাবে গ্ল্যাডিয়েটর্স ৮ উইকেটে ১৬১ রানে আটকে যায়।