প্রথমে লতা মঙ্গেশকর, তারপর সন্ধ্যা মুখোপাধ্যায় আর তারপর বাপ্পি লাহিড়ি, সঙ্গীত জগতের তিন নক্ষত্রের পতন হল দিনকয়েকের মধ্যেই। এ ক্ষতি সত্যি অপূরণীয়। একটা বড় ধাক্কা! বাপ্পি লাহিড়ির মৃত্যুর পর ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা লতা মঙ্গেশকরের প্রতি শেষ শ্রদ্ধা ভাইরাল হয়েছে। অনেকেই মনে করছেন ‘মা’য়ের কাছে চলে গিয়েছেন তিনি।
লতা মঙ্গেশকর যখন মারা যান তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাপ্পি লাহিড়ি। যদিও কাওকে ঘুণাক্ষরে জানতে দেননি হাসপাতালে ভর্তি থাকার কথা। হাসপাতালের বিছানায় শুয়েই হয়তো লতার মৃত্যুর পর শোকজ্ঞাপন করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। শুধু লিখেছিলেন, ‘মা’! ছবিটি সাদা-কালো। যাতে দেখা গিয়েছিল সুর-সম্রাজ্ঞী, কোকিল কোণ্ঠীর কোলে বসে রয়েছেন ছোট্ট বাপ্পি। হয়তো এতটাই শোকাতুর ছিলেন যে মা ছাড়া কিছুই লিখতে পারেননি। মা মারা যাওয়ার দিনকয়েকের মধ্যেই চলে গেলেন তিনিও!ট্রেন্ডিং স্টোরিজ
Rediff-র এক প্রতিবেদবন অনুসারে লতার মৃত্যুর পর বাপ্পি লাহিড়ি জানিয়েছিলেন, ‘আরও একবার মাতৃহারা হলাম।’ তিনি আরও জানিয়েছিলেন, ‘২৭ নভেম্বর মা আমায় হাতে লেখা একটা বার্তা পাঠায়। যাতে তাঁর আশীর্বাদ ছিল। আর আমার জন্য উপহার হিসেবে ছিল রাম-লক্ষণ-হনুমানের মূর্তি। আর আমার বউয়ের জন্য শাড়ি। আমকে ছেলের মতোই দেখতেন তিনি। আমার বয়স যখন ২ বছর তখন থেকে চিনতেন, আমাদের কলকাতার বাড়িতে আসতেন।’
কোভিড পরবর্তী জটিলতায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান লতা। তিনিও প্রায় ১ মাস চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। সেরেও উঠেছিলেন অনেকটা। তবে শেষ রক্ষা হয়নি। প্রসঙ্গত, বুধবার বিকেলে কলাকাতার অ্যাপোলোতে মারা যান গানের আরেক প্রতিভা সন্ধ্যা মুখোপাধ্যায়।