- তিরঙ্গায় ঢাকা সুষমা স্বরাজের মরদেহ৷ স্বামী-মেয়ে স্যালুট করে বিদায় জানালেন সুষমাকে৷
- প্রয়াত বিদেশমন্ত্রীর মরদেহ নিয়ে আসা হল বিজেপির সদর দফতরে৷
- রাজ্যসভায় শোক পালন করেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু থেকে অন্যান্য সদস্যরা৷
- ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত শেষ শ্রদ্ধাজ্ঞাপন করতে হাজির হন৷ ইজরায়েলের ভালো বন্ধু ছিলেন সুষমা স্বরাজ, জানালেন রাষ্ট্রদূত৷
সুষমা স্বরাজকে শ্রদ্ধাজ্ঞাপন করতে হাজির হন, সোনিয়া গান্ধী-রাহুল গান্ধী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ৷
- প্রাক্তন বিদেশমন্ত্রী এবং বিজেপি নেত্রীর প্রয়াণে বিজেপির মুখ্য কার্য্যালয়ে পতাকা অর্ধনমিত করা হয়৷
- প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেতা রাজীব শুক্লা, দিগ্বিজয় সিং শ্রদ্ধাঞ্জলি দেন৷
- সমাজবাদী পার্টি নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব থেকে লোকসভা স্পীকার ওম বিড়লা শ্রদ্ধাজ্ঞাপন করেন৷য
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, হেমা মালিনী তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে পৌঁছন বুধবার সকালে৷
- বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী জানান, ট্যুইট করে শোকপ্রকাশ করেন৷ তিনি লেখেন, সুষমার প্রয়াণ দেশের জন্য একটা বড় ক্ষতি৷
- বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, রবি কিষেণ, বাবা রামদেব সহ আরও অনেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন৷
- তাঁর প্রয়াণে রাজ্যজুড়ে দুদিনের জন্য শোকপালনের ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এরপরে শোকপালনের কথা ঘোষণা করে হরিয়ানা সরকারও
প্রয়াত ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ৷ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ৷ দিল্লির পর হরিয়ানাতে দুদিনের জন্য শোকপালনের ঘোষণা করে সরকার৷