৪ পুরনিগম বিশেষ করে বিধাননগরে নির্বাচনের পরে বিজেপির পক্ষ থেকে আদালতে যাওয়ার কথা জানানো হয়েছিল। সেই মতো সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের অভিযোগ ছিল কেন্দ্রীয় বাহিনীর পরিবর্তে রাজ্য পুলিশ দিয়ে ভোট করার ফলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়নি। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার কলকাতা হাইকোর্টে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের নথি পেশ করা হয়। আগামীকাল বুধবার এই মামলার শুনানির দিন ধার্য করেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে চার পুরনিগমের ভোট করানোর দাবি জানিয়ে আসছিল বিজেপি। পুরভোটে ব্যাপক সন্ত্রাস এবং ভোট লুট করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। বেশ কিছু জায়গায় অশান্তির ছবিও ধরা পড়ে। বিধানগরে পুরভোটে একশরও বেশি মামলা রুজু হয়েছে থানায়। এ নিয়ে কলকাতা হাইকোর্টের যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই মতোই আদালতে অভিযোগ জানিয়েছে বিজেপি। তাদের পক্ষ থেকে আইনজীবী রঞ্জিত কুমার আগামী পুরভোটগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। তাঁর যুক্তি, ‘শুধু মাত্র চারটি পুরনিগমের ভোটে যেভাবে সন্ত্রাস ছড়িয়েছে আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরসভার ভোট রয়েছে, সেক্ষেত্রে রাজ্য পুলিশ দিয়ে ভোট করালে অশান্তি ছড়াতে পারে। সুষ্ঠু এবং অবাধ ভোটের জন্য আগামী পুরসভার ভোটগুলোতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন।’
এর পাশাপাশি, কলকাতা হাইকোর্ট বিধাননগর পুরনিগমের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে ভোট করানোর পরামর্শ দিয়েছিল। সেইসঙ্গে, ভোটে কোনওরকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য রাজ্য নির্বাচন কমিশনার ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন বলেও জানিয়েছিল। সেই প্রসঙ্গও তুলে ধরেন আইনজীবী। আগামীকাল সকাল দশটায় এই মামলার শুনানি রয়েছে।