Afghans in IPL: নিলামে দল পেয়েছেন ১৭ বছর বয়সী আফগান! তালিব দখলে থাকা দেশের আরও ৩ জন খেলবেন IPL-এ

1/4৩০ লক্ষ টাকা বেস প্রাইসের নূর আহমেদের জন্য দর হাঁকে গুজরাট টাইটানস। বেস প্রাইসেই নিলামের সব থেকে কম বয়সী আফগান তারকাকে দলে নেয় টাইটানস। ১৫ বছর বয়সে নূর বিবিএল-এর দলে সুযোগ পেয়েছিলেন। ২০২১ সালে সিএসকের নেট বোলার হয়েছিলেন তিনি। এবার তিনি গুজরাটের হয়ে খেলবেন আইপিএলে। 

৫০ লক্ষ টাকার বেস প্রাইসে আফগান ফজলহক ফারুকিকে দলে নেয় হায়দরবাদ। এর আগে হায়দরাবাদের হয়ে খেলে গিয়েছেন দুই আফগান মহম্মদ নবি ও রশিদ খান। এবার কমলা জার্সিতে খেলতে দেখা যাবে ২১ বছর বয়সী এই আফগান পেসারকে। ২০২০ সালে পঞ্জাব ও ২০২১ সালে সিএসকে ফারুকিকে নেট বোলার হিসেবে ব্যবহার করেছিল।
2/4৫০ লক্ষ টাকার বেস প্রাইসে আফগান ফজলহক ফারুকিকে দলে নেয় হায়দরবাদ। এর আগে হায়দরাবাদের হয়ে খেলে গিয়েছেন দুই আফগান মহম্মদ নবি ও রশিদ খান। এবার কমলা জার্সিতে খেলতে দেখা যাবে ২১ বছর বয়সী এই আফগান পেসারকে। ২০২০ সালে পঞ্জাব ও ২০২১ সালে সিএসকে ফারুকিকে নেট বোলার হিসেবে ব্যবহার করেছিল।
আফগানিস্তানের অল-রাউন্ডার মহম্মদ নবিকে নিলামের শেষ লগ্নে ১ কোটি টাকায় কেনে কেকেআর। এর আগেও কেকেআরে খেলে গিয়েছেন নবি। তারপর বেশ কয়েক মরশুম রশিদের সঙ্গে হায়দরাবাদে ছিলেন তিনি। এবার ফের একবার নবিকে দেখা যাবে নাইট জার্সিতে। ছবি- রয়টার্স।
3/4আফগানিস্তানের অল-রাউন্ডার মহম্মদ নবিকে নিলামের শেষ লগ্নে ১ কোটি টাকায় কেনে কেকেআর। এর আগেও কেকেআরে খেলে গিয়েছেন নবি। তারপর বেশ কয়েক মরশুম রশিদের সঙ্গে হায়দরাবাদে ছিলেন তিনি। এবার ফের একবার নবিকে দেখা যাবে নাইট জার্সিতে। ছবি- রয়টার্স।
আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে ড্রাফ্টে দলে নিয়েছে গুজরাত টাইটানস। এই মুহূর্তে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লেগ স্পিনার এর আগে হায়দরাবাদের হয়ে দীর্ঘদিন খেলেছেন। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
4/4আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে ড্রাফ্টে দলে নিয়েছে গুজরাত টাইটানস। এই মুহূর্তে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লেগ স্পিনার এর আগে হায়দরাবাদের হয়ে দীর্ঘদিন খেলেছেন। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.