সুষমা স্বরাজ (১৯৫২-২০১৯)
ইন্দিরা গান্ধীর পর সুষমা স্বরাজই ছিলেন দেশের দ্বিতীয় মহিলা বিদেশমন্ত্রী৷ তিনি সংসদ সদস্য (লোকসভা) হিসাবে সাতবার এবং আইন পরিষদের (বিধানসভা) সদস্য হিসাবে তিনবার নির্বাচিত হয়েছেন। ১৯৭৭ সালে ২৫ বছর বয়সে, তিনি উত্তর ভারতের হরিয়ানা রাজ্যর মন্ত্রীসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়েছিলেন। ১৩ অক্টোবর ১৯৯৮ সাল থেকে ৩ ডিসেম্বর ১৯৯৮ সাল পর্যন্ত তিনি দিল্লীর ৫ম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৪ ফেব্রুয়ারি ১৯৫২ সালে হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্টে হারেদে শর্মা ও শ্রীমতী লক্ষ্মী দেবীর সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন সুষমা স্বরাজ (নীর শর্মা)। তাঁর বাবা ছিলেন একজন বিশিষ্ট রাষ্ট্রীয় স্বায়ত্ত্বক সংঘের সদস্য। তার বাবা-মা পাকিস্তানের লাহোর শহরের ধরামপুরা এলাকা থেকে এসেছিলেন। তিনি আম্বালা ক্যান্টনমেন্টের সনাতন ধর্ম কলেজে পড়াশোনা করেন এবং সংস্কৃত ও রাজনৈতিক বিজ্ঞানে প্রধানের সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেন। চণ্ডীগড়ের পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যয়ন করেন। হরিয়ানার ভাষা বিভাগ দ্বারা অনুষ্ঠিত একটি রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিযোগিতায় তাকে তিন বছরের জন্য সেরা হিন্দি বক্তার পুরস্কার জিতেছিলেন।
১৯৭৩ সালে সুষমা স্বরাজ ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে অনুশীলন শুরু করেন৷ তবে সত্তরের দশক থেকেই তিনি ছিলেন এবিভিপি সদস্য৷ তিনি এবং তাঁর স্বামী স্বরাজ কৌশল ছিলেন সোশালিস্ট নেতা জর্জ ফার্নান্ডেজের ঘনিষ্ঠ৷ সেই সময়েই তাঁর সঙ্গে হবু স্বামী স্বরাজ কৌশলের আলাপ, পরিচয় এবং পরিণয়৷ সাতের দশকে দেশের জরুরি অবস্থার সময় জয় প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলনে সামিল হন৷
১৯৭৭ সালে মাত্র ২৫ বছর বয়েসে তিনি হরিয়াণা থেকে বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী দেবীলালে মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী হয়েছিলেন৷তিনি ২০০৩ থেকে ২০০৪ এর সাধারণ নির্বাচন পর্যন্ত সময়ে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বের সরকারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ও সংসদীয় বিষয়ক মন্ত্রী ছিলেন। এই কার্যকালে তিনি ছয়টি অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান গঠন করেন। এগুলি ভোপাল ,ভুবনেশ্বর ,যোধপুর , পাটনা , রায়পুর এবং ঋষিকেশে অবস্থিত।
২০১৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে, তিনি দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রদেশে বিদিশা লোকসভা কেন্দ্র জিতেছিলেন ৪,০০,০০০ ভোটের পার্থক্য দ্বারা এবং তিনি নিজের আসন ধরে রেখেছিলেন। ২৬ মে ২০১৪ সালে তিনি মোদীর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ বিদেশমন্ত্রীর দায়িত্ব পান। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃক সুষমা স্বরাজ’কে ভারতের ‘সর্বাধিক প্রিয় রাজনীতিবিদ’ বলা হয়। মঙ্গলবার রাতে ৬৭ বছর বয়সে জীবনাবসান হয় ভারতের এই প্রিয় রাজনীতিবিদের৷