CSK Probable Xi: রুতুরাজের সাথে ওপেনে কে? বোলিংয়ে ধোনির ভরসা কার উপর? একনজরে CSK-র সম্ভাব্য একাদশ

1/11রুতুরাজ গায়কওয়াড় – ২০২১ আইপিএলে কমলা টুপি জিতেছিলেন। আইপিএলে মোট ২২টি ম্যাচে ১টি শতরান সহ ৭টি হাফসেঞ্চুরি আছে তাঁর নামে। ১৩২.১৩ স্ট্রাইকরেট ও ৪৬.৬১ গড়ে তাঁর ঝুলিতে রয়েছে ৮৩৯ রান। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)

ডেভন কনওয়ে – দক্ষিণ আফঅরিকায় জন্ম নেওয়া এই কিউয়ি ব্যাটার ২০টি T20I-তে খেলেছেন। ৫০-এর বেশি গড়ে ১৩৯.৩৫ স্ট্রাইকরেটে তিনি ১৭ ইনিংসে করেছেন ৬০২ রান। করেছেন ৪টি হাফসেঞ্চুরি। ছবি- রয়টার্স।
2/11ডেভন কনওয়ে – দক্ষিণ আফঅরিকায় জন্ম নেওয়া এই কিউয়ি ব্যাটার ২০টি T20I-তে খেলেছেন। ৫০-এর বেশি গড়ে ১৩৯.৩৫ স্ট্রাইকরেটে তিনি ১৭ ইনিংসে করেছেন ৬০২ রান। করেছেন ৪টি হাফসেঞ্চুরি। ছবি- রয়টার্স।
মঈল আলি – ইংরেজ তারকা ক্রিকেটারকে দলে রেখেছিল সিএসকে। দলের ‘কোর’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। আইপিএলে মোট ৩৪ ম্যাচে ১৪৬ স্ট্রাইকরেটে ৬৬৬ রান করেছেন তিনি। আছে ৪টি হাফসেঞ্চুরি। বোলার হিসেবে নিয়েছেন ১৬টি উইকেট।
3/11মঈল আলি – ইংরেজ তারকা ক্রিকেটারকে দলে রেখেছিল সিএসকে। দলের ‘কোর’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। আইপিএলে মোট ৩৪ ম্যাচে ১৪৬ স্ট্রাইকরেটে ৬৬৬ রান করেছেন তিনি। আছে ৪টি হাফসেঞ্চুরি। বোলার হিসেবে নিয়েছেন ১৬টি উইকেট।
শিবম দুবে – ভারতীয় দলের এই অলরাউন্ডারকে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে মনে করা হচ্ছে। তবে আইপিএলে সুযোগ পেলেও সেভাবে ছাপ ফেলতে পারেননি তিনি। তবে ধোনির দলে তাঁর জায়গা মোটামুটি পাকা। আইপিএলে ২৪টি ম্যাচ খেলে ৩৯৯ রান করেছেন তিনি। হাফসেঞ্চুরি করেছেন মাত্র ১টি। বোলার হিসেবে উইকেট নিয়েছেন মাত্র ৪টি। (ছবি:টুইটার)
4/11শিবম দুবে – ভারতীয় দলের এই অলরাউন্ডারকে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে মনে করা হচ্ছে। তবে আইপিএলে সুযোগ পেলেও সেভাবে ছাপ ফেলতে পারেননি তিনি। তবে ধোনির দলে তাঁর জায়গা মোটামুটি পাকা। আইপিএলে ২৪টি ম্যাচ খেলে ৩৯৯ রান করেছেন তিনি। হাফসেঞ্চুরি করেছেন মাত্র ১টি। বোলার হিসেবে উইকেট নিয়েছেন মাত্র ৪টি। (ছবি:টুইটার)
আম্বাতি রাইডু - আইপিএলে ১৭৫টি ম্যাচ খেলে এই অভিজ্ঞ খেলোয়াড় সিএসকে-র মিডল অর্ডারকে স্থিতিশীল করতে পারেন। সিএসকে-র হয়ে দীর্ঘদিন খেলেন তিনি। ২১টি হাফসেঞ্চুরি ও ১টি শতরান সহ প্রায় ৪ হাজার রান করেছেন তিনি। (ছবি সৌজন্য টুইটার @IPL)
5/11আম্বাতি রাইডু – আইপিএলে ১৭৫টি ম্যাচ খেলে এই অভিজ্ঞ খেলোয়াড় সিএসকে-র মিডল অর্ডারকে স্থিতিশীল করতে পারেন। সিএসকে-র হয়ে দীর্ঘদিন খেলেন তিনি। ২১টি হাফসেঞ্চুরি ও ১টি শতরান সহ প্রায় ৪ হাজার রান করেছেন তিনি। (ছবি সৌজন্য টুইটার @IPL)
রবীন্দ্র জাদেজা – সিএসকের সবচেয়ে ‘দামী’ ক্রিকেটার তিনি। আইপিএলে ২০০টি ম্যাচ খেলা এই অল-রাউন্ডারের উপর ধোনির ভরসা অপরিসীম। ব্যাট হাতে ২৩৮৬ রান করা জাডেজার ঝুলিতে আছে দু’টি হাফসেঞ্চুরি। বল হাতে তিনি পেয়েছেন ১২৭টি উইকেট। আর বর্তমানে ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফিল্ডারও তিনি। (ছবি সৌজন্য এএনআই)
6/11রবীন্দ্র জাদেজা – সিএসকের সবচেয়ে ‘দামী’ ক্রিকেটার তিনি। আইপিএলে ২০০টি ম্যাচ খেলা এই অল-রাউন্ডারের উপর ধোনির ভরসা অপরিসীম। ব্যাট হাতে ২৩৮৬ রান করা জাডেজার ঝুলিতে আছে দু’টি হাফসেঞ্চুরি। বল হাতে তিনি পেয়েছেন ১২৭টি উইকেট। আর বর্তমানে ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফিল্ডারও তিনি। (ছবি সৌজন্য এএনআই)
এমএস ধোনি – আইপিএলের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক ও ফিনিশার তিনি। মাঝে দুই বছর বাজে গত সব মরশুমেই আইপিএলে সিএসকের জার্সিতে দেখা গিয়েছিল ধোনিকে। আইপিএলে ২২০ ম্যাচে খেলে ধোনি করেছেন পাঁচ হাজারের কাছাকাছি রান। রয়েছে ২৩টি অর্ধশতরান গড় ৪০-এর কিছুটা কম।  ছবি- টুইটর (@ChennaiIPL)।
7/11এমএস ধোনি – আইপিএলের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক ও ফিনিশার তিনি। মাঝে দুই বছর বাজে গত সব মরশুমেই আইপিএলে সিএসকের জার্সিতে দেখা গিয়েছিল ধোনিকে। আইপিএলে ২২০ ম্যাচে খেলে ধোনি করেছেন পাঁচ হাজারের কাছাকাছি রান। রয়েছে ২৩টি অর্ধশতরান গড় ৪০-এর কিছুটা কম।  ছবি- টুইটর (@ChennaiIPL)।
দীপক চাহার – ভারতীয় দলের হয়ে অলরাউন্ডারের ভূমিকা পালন করছেন দীপক। এহেন দীপককে ১৪ কোটি টাকা দিয়ে কিনে সিএসকে বুঝিয়ে দিয়েছে যে দলের ভবিষ্যত হবেন দীপক। পাওয়ারপ্লেতে দুর্দান্ত বল করার পাশাপাশি শেষের দিকে এসে মারমুখী ব্যাটিংয়ে পারদর্শী দীপক। আইপিএলে ৬৩টি ম্যাচে ৫৯ উইকেট নিয়েছেন দীপক। ব্যাট হাতে তাঁর স্ট্রাইকরেট ১৩৮.৬।
8/11দীপক চাহার – ভারতীয় দলের হয়ে অলরাউন্ডারের ভূমিকা পালন করছেন দীপক। এহেন দীপককে ১৪ কোটি টাকা দিয়ে কিনে সিএসকে বুঝিয়ে দিয়েছে যে দলের ভবিষ্যত হবেন দীপক। পাওয়ারপ্লেতে দুর্দান্ত বল করার পাশাপাশি শেষের দিকে এসে মারমুখী ব্যাটিংয়ে পারদর্শী দীপক। আইপিএলে ৬৩টি ম্যাচে ৫৯ উইকেট নিয়েছেন দীপক। ব্যাট হাতে তাঁর স্ট্রাইকরেট ১৩৮.৬।
ডোয়েন ব্র্যাভো – আইপিএলে ১৫১টি ম্যাচে ১৬৭ উইকেট ও ব্যাট হাতে শেষের দিকে বড় বড় শট। এহেন ৩৮ বছর বয়সী ব্র্যাভোকে ফের একবার দলে ফেরাল সিএসকে।
9/11ডোয়েন ব্র্যাভো – আইপিএলে ১৫১টি ম্যাচে ১৬৭ উইকেট ও ব্যাট হাতে শেষের দিকে বড় বড় শট। এহেন ৩৮ বছর বয়সী ব্র্যাভোকে ফের একবার দলে ফেরাল সিএসকে।
কেএম আসিফ – তামিলনাড়ুর হয়ে খেলা আসিফ এর আগেও সিএসকের হয়ে খেলেছেন। তিনটি ম্যাচে আসিফের ঝুলিতে রয়েছে চারটি উইকেট। তবে তাঁর ইকোনমি রেট ১১-র উপর।(ছবি সৌজন্যে, টুইটার @ChennaiIPL)
10/11কেএম আসিফ – তামিলনাড়ুর হয়ে খেলা আসিফ এর আগেও সিএসকের হয়ে খেলেছেন। তিনটি ম্যাচে আসিফের ঝুলিতে রয়েছে চারটি উইকেট। তবে তাঁর ইকোনমি রেট ১১-র উপর।(ছবি সৌজন্যে, টুইটার @ChennaiIPL)
অ্যাডাম মিলন – আইপিএলের অভিজ্ঞতা ততটা না থাকলেও এই কিউয়ি বোলার আন্তর্জাতিক স্তরে বেশ ভালো বোলিং করেছেন। আইপিএলে মোট ৯টি ম্যাচে ৭ উইকেট পেয়েছিলেন তিনি। শেষের ওভারে এবারে ব্রাভোর জুড়িদার হতে পারেন এই কিউয়ি পেসার।  (ছবি সৌজন্যে টুইটার)
11/11অ্যাডাম মিলন – আইপিএলের অভিজ্ঞতা ততটা না থাকলেও এই কিউয়ি বোলার আন্তর্জাতিক স্তরে বেশ ভালো বোলিং করেছেন। আইপিএলে মোট ৯টি ম্যাচে ৭ উইকেট পেয়েছিলেন তিনি। শেষের ওভারে এবারে ব্রাভোর জুড়িদার হতে পারেন এই কিউয়ি পেসার।  (ছবি সৌজন্যে টুইটার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.