১৪ ই ফেব্রুয়ারী ভেলেন্টাইন্স ডে ২০১৯, পুরো দেশ জুড়ে যখন আনন্দে মেতে উঠে ছিল ঠিক তখন ই দুপুর ৩ টা নাগাদ খবর আসে পুলওয়ামার শ্রীনগর জাতীয় সড়কে সি আর পি এফ কনভয়ের উপর বড়সড় জঙ্গি হামলায় প্রায় ৪৪ জন জোয়ান প্রান হারিয়েছে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিবিধ ক্ষেত্র বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সহযোগিতায় পুলওয়ামার শহিদের স্বরণে যাদবপুরের বিজয়গড়ে ১৩ ই ফেব্রুয়ারী এক বিশাল রক্ত দান শিবির আয়োজন করেছিল। সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত এই শিবির চলে। প্রায় ৭০ জন এই শিবিরে অংশগ্রহন করেছিল। এর আগেও দেখা গেছে কেবল শহীদ স্মরণ ছাড়াও প্রায় সারা বছরই স্বয়ংসেবকরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জন্যকল্যান মূলক সামাজিক কর্মসূচী করতে থাকে।
2022-02-14