#Breaking: হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার রাত ১১টা নাগাদ দিল্লির এইমস হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার রাত ৯টা ৫০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হন সুষমা। তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস হাসপাতালে। সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করা হয় ইমারজেন্সিতে। অনেক চেষ্টা করেও ডাক্তাররা তাঁকে বাঁচাতে পারেননি। মৃত্যু হয় তাঁর।

মঙ্গলবার সন্ধেবেলায় নিজের শেষ টুইটটি করেন সুষমা। সেই টুইটে কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ায় প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানা তিনি। টুইটে সুষমা লেখেন, “ধন্যবাদ প্রধানমন্ত্রীজি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই দিনটা দেখার জন্যই বসেছিলাম।”

হাসপাতাল সূত্রে খবর, সুষমা হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই এইমস-এ জান কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন ও নিতীন গড়করি।

প্রথম মোদী সরকারের সময় কেন্দ্রের বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় ছিলেন এই নেত্রী। বছরখানেক আগে কিডনির সমস্যা হয় তাঁর। কিডনি প্রতিস্থাপনও করান সুষমা। এ বার আর লোকসভা নির্বাচনে দাঁড়াননি তিনি। নিজেই মোদীকে জানিয়ে দিয়েছিলেন, এ বারের নির্বাচনে আর দাঁড়াবেন না তিনি।

সুষমা স্বরাজের মৃত্যুর খবর পেয়েই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, “ভারতীয় রাজনীতির এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হলো। একজন নেত্রী যিনি তাঁর সারা জীবন সাধারণ মানুষ ও গরিবদের ভালোর জন্য কাটিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশ শোকস্তব্ধ। সুষমা স্বরাজজি দেশের কোটি কোটি মানুষের কাছে আদর্শ হয়ে থাকবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.