IPL Auction KKR: ১২.২৫ কোটিতে দলে শ্রেয়স, নীতিশকে ফেরাতে খরচ ৮ কোটি, নিলামের মার্কশিটে কত নম্বর পেল KKR?

1/5প্যাট কামিন্স (৭.২৫ কোটি টাকা) – ৬/১০ : সম্প্রতি অস্ট্রেলিয়াকে অ্যাসেজ জয় এনে দেওয়া অধিনায়ক বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। বল হাতে দখ্যতা দেখানোর পাশাপাশি ব্যাট হাতেও বেশ সক্ষম তিনি। পাওয়ারপ্লেতে নতুন বলে বিপক্ষকে পর্যদস্তু করার পাশাপাশি ৭ নম্বরে নেমে ব্যাট চালাতে পারবেন এই অজি তারকা ক্রিকেটার। তবে শেষের ওভারগুলিতে সেই অর্থে কার্যকর নন অজি টেস্ট দলের অধিনায়ক। পাশাপাশি কামিন্স পাক সফর সেরে কেকেআর-এর সঙ্গে যোগ দেবেন আইপিএল-এর জন্য। তাই তিনি ক্লান্ত থাকবেন কিছুটা।  ছবি- রয়টার্স। (via REUTERS)

শ্রেয়স আইয়ার (১২.২৫ কোটি টাকা) – ৭.৫/১০ :  আইপিএলে দিল্লির হয়ে অধিনায়কত্ব করা শ্রেয়সকে অধিনায়ক করতে পারে কেকেআর। নিলামে কেকেআর যে শ্রেয়সের জন্য ঝাঁপাবে, সেই অনুমান করেছিলেন অনেক বিশেষজ্ঞই। মিডল অর্ডারে স্থিতিশীলতা প্রদান করবেন আইয়ার। পাশাপাশি ২৭ বছর বয়সী আইয়ার দলের হয়ে দীর্ঘদিন খেলতে পারবেন। তাই ভবিষ্যতের কথা ভেবেই এত দাম নিয়ে দলে নেওয়া হয়েছে ভারতীয় দলের তারকা ব্যাটারকে। এর আগে ২০১১ সালের নিলামে গৌতম গম্ভীরকে দলে নিয়ে অধিনায়ক করে লাভবান হয়েছিল কেকেআর। শ্রেয়সকে দলে নিয়েও সেই একই ফল পেতে চাইবে কেকেআর। (PTI)
2/5শ্রেয়স আইয়ার (১২.২৫ কোটি টাকা) – ৭.৫/১০ :  আইপিএলে দিল্লির হয়ে অধিনায়কত্ব করা শ্রেয়সকে অধিনায়ক করতে পারে কেকেআর। নিলামে কেকেআর যে শ্রেয়সের জন্য ঝাঁপাবে, সেই অনুমান করেছিলেন অনেক বিশেষজ্ঞই। মিডল অর্ডারে স্থিতিশীলতা প্রদান করবেন আইয়ার। পাশাপাশি ২৭ বছর বয়সী আইয়ার দলের হয়ে দীর্ঘদিন খেলতে পারবেন। তাই ভবিষ্যতের কথা ভেবেই এত দাম নিয়ে দলে নেওয়া হয়েছে ভারতীয় দলের তারকা ব্যাটারকে। এর আগে ২০১১ সালের নিলামে গৌতম গম্ভীরকে দলে নিয়ে অধিনায়ক করে লাভবান হয়েছিল কেকেআর। শ্রেয়সকে দলে নিয়েও সেই একই ফল পেতে চাইবে কেকেআর। (PTI)
নীতিশ রানা (৮ কোটি) – ৫/১০ : আট কোটি টাকা খরচ করে প্রাক্তন নাইট নীতিশকে দলে ফেরাল কেকেআর। ব্যাটিং অর্ডারে যেকোনও জায়গায় সাবলীল নীতিশ। পাশাপাশি কয়েক ওভার স্পিন বোলিংও করে দিতে পারবেন দিল্লির এই ক্রিকেটার। তবে নীতিশকে কিনতে কিছুটা বেশি খরচ করে ফেলেছে কেকেআর। এর জেরে তাদের ফান্ডে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
3/5নীতিশ রানা (৮ কোটি) – ৫/১০ : আট কোটি টাকা খরচ করে প্রাক্তন নাইট নীতিশকে দলে ফেরাল কেকেআর। ব্যাটিং অর্ডারে যেকোনও জায়গায় সাবলীল নীতিশ। পাশাপাশি কয়েক ওভার স্পিন বোলিংও করে দিতে পারবেন দিল্লির এই ক্রিকেটার। তবে নীতিশকে কিনতে কিছুটা বেশি খরচ করে ফেলেছে কেকেআর। এর জেরে তাদের ফান্ডে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
শিবম মাভি (৭.২৫ কোটি টাকা) – ৫/১০ : প্রাক্তন নাইট শিবমকেও দলে ফেরাতে বিস্তর খরচ হয়েছে কেকেআর-এর। ২০২১ সালের মরশুম তাঁর জন্য দুর্দান্ত গেলেও মাভিকে কিনতে কিছুটা বেশি খরচ করে ফেলেছে কলকাতা। পাশাপাশি শিবমের ফিটনেস নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। তবে শিবমের জন্য কেকেআর-এ সুযোগ পাওয়ার একটি বেশ ভালো দিক হল তিনি ভরত অরুণকে বোলিং কোচ হিসেবে পাবেন। ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ এবার কেকেআর-এর ডাগআউটে বসবেন। তবে কেকেআর-কে আরও অন্তত ১৮ জন ক্রিকেটার কিনতে হবে নিলাম থেকে। এই আবহে মাভির জন্য খরচ করা ৭.২৫ কোটি পরবর্তীতে গলার কাঁটাও মনে হতে পারে ভেঙ্কি মাইসোরদের কাছে। (ফাইল ছবি, সৌজন্য আইপিএল)
4/5শিবম মাভি (৭.২৫ কোটি টাকা) – ৫/১০ : প্রাক্তন নাইট শিবমকেও দলে ফেরাতে বিস্তর খরচ হয়েছে কেকেআর-এর। ২০২১ সালের মরশুম তাঁর জন্য দুর্দান্ত গেলেও মাভিকে কিনতে কিছুটা বেশি খরচ করে ফেলেছে কলকাতা। পাশাপাশি শিবমের ফিটনেস নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। তবে শিবমের জন্য কেকেআর-এ সুযোগ পাওয়ার একটি বেশ ভালো দিক হল তিনি ভরত অরুণকে বোলিং কোচ হিসেবে পাবেন। ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ এবার কেকেআর-এর ডাগআউটে বসবেন। তবে কেকেআর-কে আরও অন্তত ১৮ জন ক্রিকেটার কিনতে হবে নিলাম থেকে। এই আবহে মাভির জন্য খরচ করা ৭.২৫ কোটি পরবর্তীতে গলার কাঁটাও মনে হতে পারে ভেঙ্কি মাইসোরদের কাছে। (ফাইল ছবি, সৌজন্য আইপিএল)
শেলডন জ্যাকসন (৬০ লক্ষ) ৬.৫/১০ : ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক শেলডনকে ৬০ লক্ষ টাকা খরচ করে দলে ফেরাল কেকেআর। তবে শেলডন হয়ত দলের প্রথম বাছাই উইকেটরক্ষক হবেন না। তবে দ্বিতীয় বাছাই উইকেটরক্ষক হিসেবে শেলডনকে ‘ভালো’ দামেই পেয়েছে কেকেআর। (ফাইল ছবি, সৌজন্য কেকেআর)
5/5শেলডন জ্যাকসন (৬০ লক্ষ) ৬.৫/১০ : ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক শেলডনকে ৬০ লক্ষ টাকা খরচ করে দলে ফেরাল কেকেআর। তবে শেলডন হয়ত দলের প্রথম বাছাই উইকেটরক্ষক হবেন না। তবে দ্বিতীয় বাছাই উইকেটরক্ষক হিসেবে শেলডনকে ‘ভালো’ দামেই পেয়েছে কেকেআর। (ফাইল ছবি, সৌজন্য কেকেআর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.