আরও একটা গুরুত্বপূর্ণ কার্ড আছে, ডাউনলোড করতে হবে ABHA নম্বর

1/8চালু হল অনন্য হেলথ আইডি। অ্যাপের মাধ্যমে করা যাবে জেনারেট। শুক্রবার এই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ফাইল ছবি : আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM)

অ্যাপ বা পোর্টালের মাধ্যমে অনন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট (ABHA) নম্বর তৈরি করা যাবে। https://abdm.gov.in/ সাইট থেকে করা যাবে জেনারেট। ABHA অ্যাপের মাধ্যমেও হবে। ফাইল ছবি : আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM)
2/8অ্যাপ বা পোর্টালের মাধ্যমে অনন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট (ABHA) নম্বর তৈরি করা যাবে। https://abdm.gov.in/ সাইট থেকে করা যাবে জেনারেট। ABHA অ্যাপের মাধ্যমেও হবে। ফাইল ছবি : আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM)
এই নম্বরটি অনেকটা আধার নম্বরের মতোই। প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা। ফাইল ছবি : আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM)
3/8এই নম্বরটি অনেকটা আধার নম্বরের মতোই। প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা। ফাইল ছবি : আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM)
এই নম্বরটি অনেকটা আধার নম্বরের মতোই। প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
4/8এই নম্বরটি অনেকটা আধার নম্বরের মতোই। প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
এই অনন্য নম্বর আগামিদিনে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নেওয়া হবে। এর ফলে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যের হিস্ট্রির রেকর্ড থাকবে। ডাক্তারের প্রেসক্রিপশন, ল্যাব রিপোর্ট, হাসপাতালের রেকর্ড এক স্থানে থাকবে। ফলে চিকিত্সাব্যবস্থার আরও সরলীকরণ হবে।  ফাইল ছবি : পিটিআই (PTI)
5/8এই অনন্য নম্বর আগামিদিনে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নেওয়া হবে। এর ফলে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যের হিস্ট্রির রেকর্ড থাকবে। ডাক্তারের প্রেসক্রিপশন, ল্যাব রিপোর্ট, হাসপাতালের রেকর্ড এক স্থানে থাকবে। ফলে চিকিত্সাব্যবস্থার আরও সরলীকরণ হবে।  ফাইল ছবি : পিটিআই (PTI)
প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নম্বর জেনারেট করা হয়। এবার জনসাধারণের জন্য তা চালু হল।  ফাইল ছবি : টুইটার  (Twitter)
6/8প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নম্বর জেনারেট করা হয়। এবার জনসাধারণের জন্য তা চালু হল।  ফাইল ছবি : টুইটার  (Twitter)
আধার নম্বর, নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং ঠিকানার মতো ডিটেইলস দিয়ে এই নম্বর জেনারেট করতে হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
7/8আধার নম্বর, নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং ঠিকানার মতো ডিটেইলস দিয়ে এই নম্বর জেনারেট করতে হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
চাইলে ড্রাইভিং লাইসেন্স বা মোবাইল নম্বর দিয়েও ABHA জেনারেট করা যাবে।  ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Kacper Pempel)
8/8চাইলে ড্রাইভিং লাইসেন্স বা মোবাইল নম্বর দিয়েও ABHA জেনারেট করা যাবে।  ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Kacper Pempel)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.