বিধাননগর পুরনির্বাচনে বিশেষ দায়িত্বে আনা হল জ্ঞানবন্ত সিংকে, কড়া নিরাপত্তা

সকাল ৭টা থেকেই শুরু হল মোড়ে মোড়ে নাকা চেকিং। প্রতিটি গাড়িকে দাঁড় করিয়ে চলছে চিরুনি তল্লাশি। বিনা প্রয়োজনে বিধাননগরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। নিরাপত্তার বজ্রআঁটুনিতে মুড়ে দেওয়া হল এই পুর এলাকাকে। আজ, শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ৫২৩টি বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ৪ লক্ষ ৪৬ হাজার ৭৪০ জন ভোটদাতা। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ দায়িত্বে থাকছেন এডিজি এসটিএফ সিআইডি জ্ঞানবন্ত সিং।

এদিকে বিধাননগরে মোট সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন থাকছে। বিধাননগরের ডেপুটি কমিশনার (সদর) সূর্যপ্রতাপ যাদব বলেন, ‘‌ভোট পরিচালনার জন্য প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রগুলিতে থাকছে সশস্ত্র পুলিশ। বিধাননগরের ৪১টি ওয়ার্ডে নজরদারির জন্য হাজির থাকবেন ৩২ জন ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ। সাব–ইনস্পেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদমর্যাদার ৪০০ জন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে প্রায় ১৯০০ জন কনস্টেবল। বুথের ২০০ মিটারের মধ্যে থাকছে ১৪৪ ধারা। সেখানে কোনও জমায়েত করা যাবে না।’‌ট্রেন্ডিং স্টোরিজ

অন্যদিকে কলকাতা হাইকোর্ট সতর্ক করে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে। সরাসরি কোনও নির্দেশ না দেওয়া হলেও, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে আদালত। স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, অশান্তি হলে তার দায় কমিশনেরই। বৃহস্পতিবার রাতে ভিআইপি রোডে নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে লেকটাউন থানার পুলিস। অভিযোগ, তাদের কাছ থেকে সেভেন এমএম পিস্তল পাওয়া গিয়েছে, মিলেছে একটি কার্তুজও। তারা কোমরে পিস্তল গুঁজে ঘোরাফেরা করছিল। এইসব কারণেই বিশেষ দায়িত্বে আনা হল জ্ঞানবন্ত সিংকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.