যেই কাজটা এতদিনে ভারতের কোনও অধিনায়ক করতে পারেননি সেটাই করে দেখিয়েছেন রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে প্রথম বার ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হোয়াইওয়াশ করেছে অধিনায়ক রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তাঁর দল। কিন্তু রেকর্ডের দিকে এখনই তাকাতে রাজি নন রোহিত। বরং সিরিজে যে ভাবে তাঁরা খেলেছেন, সেটা নিয়েই বেশি খুশি তিনি। পাশাপাশি সমালোচনাতে কান দিতে চান না।
শুক্রবার ম্যাচের পরে রোহিত বলেন, ‘একদমই সংখ্যার দিকে তাকাচ্ছি না। এই সিরিজে সব কিছুই ঠিকঠাক করেছি। যা চেয়েছিলাম তাই হয়েছে এই সিরিজে। তবু অনেকে সমালোচনা করছে। যত দিন খেলে যাব, তত দিন এই সমালোচনা থেকে মুক্তি পাব না। কারণ আমরা জানি, লোকে আমাদের দেখে। গোটা বিশ্ব আমাদের দেখে। ক্রিকেটার হিসেবে, পেশাদার হিসেবে যেটা করা উচিত সেটাই আমরা করি। বাইরের আওয়াজে পাত্তা দিই না।’ট্রেন্ডিং স্টোরিজ
সিরিজের সেরা প্রসিদ্ধকে নিয়ে খুশি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘আগের ম্যাচেও বলেছিলাম, প্রসিদ্ধের মতো স্পেল ভারতের মাটিতে আগে দেখিনি। পিচ থেকে বাউন্স আদায় করে নেওয়ার দারুণ ক্ষমতা রয়েছে ওর। যদিও আমার পিচ দেখে ভারতের মাটিতে খেলছি এটা মনে হয়নি। কিন্তু বোলাররা যে ভাবে সাহায্য পেয়েছে সেটা ভালো লেগেছে। সিরাজকেও নিয়েও আমি খুশি। শার্দূল এবং দীপকও নিজেদের কাজটা ভালো ভাবে করেছে।’