কাশ্মীর আর PoK এর জন্য জীবন দিতেও প্রস্তুত আমিঃ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৩৭০ ধারা তুলে দেওয়ার জন্য লোকসভায় বিল পেশ করেন। এই বিল লোকসভায় পেশ হওয়ার পরেই বিরোধী দলের সাথে তর্কা-তর্কি বেঁধে যায়। কংগ্রেস বিজেপি সরকারের উপর অভিযোগ এনে বলে যে, কেন্দ্র সরকার নিয়ম পালন না করে রাতারাতি একটি রাজ্যকে কেন্দ্র শাসিত প্রদেশ বানিয়ে দেয়। এরপর অমিত শাহ কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে বলেন, ‘কোন নিয়ম ভেঙেছি আমরা?”। আরেকদিকে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে এখন ১৪৪ ধারা লাগু আছে। প্রয়োজনীয় কাজে মানুষ ঘর থেকে বাইরে বেরচ্ছেন, এবং পরিস্থিতি এখন স্বাভাবিক।

কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘আপনি বলেছেন যে এটা, অভ্যন্তরীণ মামলা। কিন্তু এই ইস্যু নিয়ে সংযুক্ত রাষ্ট্র ১৯৪৮ সাল থেকেই নজর লাগিয়ে আছে। তাহলে এটা কি করে অভ্যন্তরীণ ইস্যু হয়? আমরা শিমলা সমঝোতা আর লাহোর ঘোষণাতে স্বাক্ষর করেছিলাম। তাহলে এটা অভ্যন্তরীণ ইস্যু? না দ্বিপাক্ষিক? বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর কিছু দিন আগেই আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিয়ো কে বলেছিলেন যে, কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু। আর এই কারণে তিনি আমেরিকাকে এর মধ্যে না গলাতে না করেছিলেন। তাহলে এবার জম্মু কাশ্মীর অভ্যন্তরীণ মামলা হল কি করে? আমরা সবাই এটা জানতে চাই।”

অধীর চৌধুরীর প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, ‘জম্মু কাশ্মীর ভারতের অভিন্ন অংশ। কাশ্মীরের সীমান্তে PoK ও আসে। আমরা কাশ্মীর আর PoK এর জন্য জীবনও দিতে প্রস্তুত। আমি সংসদে যখন যখন জম্মু কাশ্মীরকে রাজ্য বলেছি, তখন তখন পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর আকসাই চীনকে কাশ্মীরের অংশ বলেই স্বীকৃতি দিয়েছি। সংসদে জম্মু কাশ্মীর নিয়ে আইন বানানোর অধিকার আছে। কেউ আমাদের আইন আনার থেকে আটকাতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.