‘বহু সময়ই দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে যে, ১০ টাকার কয়েন বহু সময়ই অনেকে গ্রহণ করছেন না’, সংসদে এই বক্তব্যের সঙ্গেই এই ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। সংসদে এদিন তিনি জানিয়েছেন সময়ে সময়ে, ১০ টাকার বিভিন্ন আকারের কয়েন প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এতে অনুমোদন থাকে কেন্দ্রের। সেগুলি যেকোনও লেনদেনের ক্ষেত্রে বৈধ বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এর আগে, সাংসদ এ. বিজয়কুমার ১০ টাকার কয়েন নিয়ে একটি প্রশ্ন তোলেন। তিনি বলেন, দেশের বহু অংশেই ১০ টাকার কয়েনকে ভুয়ো আখ্যা দিয়ে তা গ্রহণ করতে চাননা অনেকেই। সেই প্রেক্ষিতেই সরকারের অবস্থান জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, বহু অভিযোগ এমন এসেছে , যেখানে ১০ টাকার কয়েন নিয়ে সমস্যার কথা বলা হয়েছে। মন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে মানুষের আশঙ্কা, বিভ্রান্তি দূর করে সতর্কতা জাগিয়ে, আরবিআই বিভিন্ন সময়ে প্রেস রিলিজ পেশ করে। সেখানে আর্জি জানানো হয় বৈধ লেনদেনে ১০ টাকার কয়েনকে বিনা দ্বিধায় ব্যবহারের জন্য।এক্ষেত্রে দেশজুড়ে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ও এসএমএস-এর মাধ্যমে মানুষকে অবহিত করে জনসচেতনতা জাগায় আরবিআই।’ এর আগে আরবিআই জানিয়েছিল যে ১০ টাকার কয়েনের ১৪ টি আকারের কয়েনই দেশে বৈধ। উল্লেখ্য, বহু ক্ষেত্রেই বিক্রেতারা ওই ১০ টাকার কয়েন গ্রহণ করেননা।ট্রেন্ডিং স্টোরিজ
বহু ক্ষেত্রেই ১০ টাকার কয়েন নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, সরকারি টাকশালেই এই কয়েন তৈরি হয়। কেন্দ্রের অনুমোদন ব্যতীত এই ১০ টাকার কয়েনগুলি তৈরি হয় না।এর আগে রিজাভ্র ব্যাঙ্ক জানায়, ১০ টাকার কয়েনের বৈধতা নিয়ে বহু সময়ই নানান প্রশ্ন ওঠে। রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই জানিয়েছে, ‘এখনও পর্যন্ত ১৪ টি নক্সার ১০ টাকার কয়েন বাজারে আনা হয়েছে। এই সবকয়টিই বৈধ। আর তা লেনদেনে ব্যবহারযোগ্য।’