ওমিক্রনেই কি করোনার শেষ? এমন কথা অনেকেই বলছিলেন। কিন্তু বিষয়টি যে মোটেই সে রকম হবে না, তা বলছে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের পরে আবার একটা নতুন রূপ আসতে পারে। সেটিও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। যাকে বলা হয় variant of concern— তেমনই একটি রূপ আবার সংক্রমিত করতে পারে অনেককে।
কেমন হতে পারে পরের ভ্যারিয়েন্ট?ট্রেন্ডিং স্টোরিজ
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভে এক ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, পরের ওমিক্রন নিয়ে তাঁরা যেমন ভেবেছিলেন, তেমনটিই হয়েছে। সেই হিসাবে পরের ভ্যারিয়েন্টের কথাও ভেবেছেন তাঁরা।
তাঁর মতে, একেবারে হালের variant of concern হয়েছে ওমিক্রন। কিন্তু এমন ভাবার কারণ নেই, এটিই শেষতম variant of concern। এর পরে আবার আসতে পারে নতুন variant of concern।
সেটির ধরন সম্পর্কে বলতে গিয়ে মারিয়া বলেছেন, এটির সংক্রমণের হার ওমিক্রনের চেয়ে বেশি হবে। এ বিষয়ে সন্দেহ নেই বললেই চলে। তব এটি কতটা বিপজ্জনক হয়ে উঠবে, সে সম্পর্কে এখনই কোনও মত দেননি তিনি।
কী করতে হবে নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে?
এটি থেকে বাঁচতে দু’টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা বলছেন তিনি।
- টিকাকরণের হার বাড়াতে হবে।
- ভাইরাসটিকে বিপুল পরিমাণে ছড়িয়ে পড়া থেকে আটকাতে হবে।
ওমিক্রনের পরের রূপগুলির কী হবে?
ইতিমধ্যে ওমিক্রন বি.২ বাড়তে শুরু করেছে। এটি নিয়েও কি দুশ্চিন্তা রয়েছে?
মারিয়ার বক্তহ্য, এই নতুন রূপটির সংক্রমণের হার ওমিক্রনের আগের রূপটির তুলনায় বেশি। কিন্তু এটি ওমিক্রনের মতোই কাজ করবে। কিন্তু করোনার পরের রূপটি ওমিক্রনের মতো করে কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।