‘অস্ট্রেলিয়ায় আমি সিদ্ধান্ত নিতাম, মিডিয়ায় গিয়ে বলত ও নিয়েছে’, রাহানের অভিযোগের আঙুল কি শাস্ত্রীর দিকে?

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এপর্যন্ত সেরা টেস্ট সিরিজ জয়ের নজির কোনটা খুঁজতে চাওয়া হলে নিঃসন্দেহে সবার আগে উঠে আসবে ২০২০-২১’ এর অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ জয়ের প্রসঙ্গ। বিশেষজ্ঞ থেকে সমালোচক, সবাই এককথায় স্বীকার করে নেবেন, সিনিয়রদের অনুপস্থিতিতে নিতান্ত অনভিজ্ঞ দল নিয়ে ভারত যেভাবে অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল, তার কোনও তুলনা হয় না।

বাস্তবিকই তাই। অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে অল-আউট হওয়ার লজ্জা। প্রথম টেস্ট হেরে শুরুতেই সিরিজে পিছিয়ে পড়া। কোহলি, রোহিত, শামিদের অনুপস্থিতিতে সিরাজ, ওয়াশিংটন, শার্দুলদের নিয়ে অজিঙ্কা রাহানে দলকে যেভাবে সিরিজ জিতিয়েছিলেন, তা ছিল অবিশ্বাস্য। অথচ এমন ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেকে কখনই কৃতিত্ব দেওয়া হয় না। রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত অস্ট্রেলিয়ায় দুর্দান্ত সিরিজ জিতেছে বলে যতটা প্রচার করা হয়, স্টপ গ্যাপ ক্যাপ্টেন রাহানের গায়ে প্রচারের আলোর ছিটে ফোঁটাও পড়েনি।ট্রেন্ডিং স্টোরিজ

অবশেষে সেই বঞ্চনা নিয়ে মুখ খুললেন রাহানে। Backstage With Boria-য় রাহানে এমন একটি বিষয়ের হদিশ দেন, যেটা বিচলিত করতে পারে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের বিন্দুমাত্র কৃতিত্ব তিনি কখনও দাবি করেননি এবং পাননি বলে মন্তব্য করেন রাহানে। সঙ্গে এও জানান যে, মাঠে ও মাঠের বাইরে তাঁর অনেক সিদ্ধান্ত যখন দলকে সাফল্যের পথে টেনে নিয়ে গিয়েছে, তখন সেই কৃতিত্ব নিয়েছেন অন্য কেউ।

তাঁর নেওয়া সব সিদ্ধান্ত নিজের বলে সংবাদমাধ্যমে চালিয়ে দিয়েছেন অন্যজন, কার্যত এমনই বিস্ফোরক মন্তব্য করেন অজিঙ্কা। রোহিত-কোহলি ছিলেন না অস্ট্রেলিয়া সফরে। কোচ রবি শাস্ত্রীই সিরিজ জয়ের পর বুক ফুলিয়ে বড়াই করতেন। সুতরাং, রাহানের ইঙ্গিত যে শাস্ত্রীর দিকেই, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না মোটেও।

যতটা কৃতিত্ব পাওয়ার কথা ছিল অজিঙ্কার, কখনই তাঁকে কৃতিত্ব দেওয়া হয়নি। এপ্রসঙ্গে তাঁর ব্যক্তিগত অনুভূতির কথা জানতে চাওয়া হলে রাহানে বলেন, ‘আমি জানি আমি ওখানে কী করেছিলাম। আমার কাউকে কিছু বলার দরকার নেই। তাছাড়া এটা আমার স্বভাবও নয়। আপনারা ভালো করেই জানেন যে আমি কখনও কৃতিত্ব দাবি করি না। তবে হ্যাঁ, এমন কিছু কিছু বিষয় ছিল যেটা আমি মাঠে বা সাজঘরে সিদ্ধান্ত নিয়েছে, অথচ তার কৃতিত্ব অন্য কেউ নিয়েছে। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল সিরিজ জয়।’

রাহানে আরও বলেন, ‘ওটা ঐতিহাসিক সিরিজ জয় ছিল, সেটাই আমার কাছে স্পেশাল। সিরিজ জয়ের পর লোকে যেটা বলেছে, মিডিয়ায় যেটা সামনে এসেছে, যেটা বলা হয়েছে যে এমন সিদ্ধান্ত তার ছিল, এগুলো তার ব্যক্তিগত বিষয়। তবে আমি জানতাম যে, সিদ্ধান্তগুলো আমার। অবশ্যই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতাম। তবে নিজেকে কখনও বড় করে দেখাতে চাইনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.