PM Kisan পোর্টালে আধার কার্ড লিঙ্ক না করলে আসবে না পরের কিস্তি টাকা!

1/6PM Kisan-এর পরের কিস্তি পেতে চান? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পোর্টালে E-KYC করতে হবে। ছবি : পিএম কিষান (PM Kisan)

মাঝে কয়েকদিন ই-কেওয়াইসি প্রক্রিয়াটি বন্ধ ছিল। তবে এখন এটি পোর্টালে(https://pmkisan.gov.in/) ফের লাইভ।  ছবি সৌজন্যে : এএনআই (ANI)
2/6মাঝে কয়েকদিন ই-কেওয়াইসি প্রক্রিয়াটি বন্ধ ছিল। তবে এখন এটি পোর্টালে(https://pmkisan.gov.in/) ফের লাইভ।  ছবি সৌজন্যে : এএনআই (ANI)
পোর্টালে আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশনের জন্য ফার্মার্স কর্নারে যান।  ফাইল ছবি : এএনআই (ANI)
3/6পোর্টালে আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশনের জন্য ফার্মার্স কর্নারে যান।  ফাইল ছবি : এএনআই (ANI)
সেখানে আধার বেসড ইকেওয়াইসি অপশনে ক্লিক করুন। এরপরেই আধার নম্বর দিয়ে সার্চের বক্স এসে যাবে।  (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
4/6সেখানে আধার বেসড ইকেওয়াইসি অপশনে ক্লিক করুন। এরপরেই আধার নম্বর দিয়ে সার্চের বক্স এসে যাবে।  (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য নিকটবর্তী CSC কেন্দ্রে যোগাযোগ করুন।  ফাইল ছবি : এএনআই (ANI)
5/6বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য নিকটবর্তী CSC কেন্দ্রে যোগাযোগ করুন।  ফাইল ছবি : এএনআই (ANI)
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে বর্তমানে বার্ষিক মোট ৬ হাজার টাকা পাচ্ছেন কৃষকরা। কিন্তু দ্বিগুণ হতে পারে এই টাকা। সূত্রের খবর, টাকার পরিমাণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করছে কেন্দ্র। ফাইল ছবি : পিটিআই (PTI)
6/6প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে বর্তমানে বার্ষিক মোট ৬ হাজার টাকা পাচ্ছেন কৃষকরা। কিন্তু দ্বিগুণ হতে পারে এই টাকা। সূত্রের খবর, টাকার পরিমাণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করছে কেন্দ্র। ফাইল ছবি : পিটিআই (PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.