উত্তর ২৪ পরগনার ডানলপের অভিজাত আবাসন থেকে বাংলাদেশি জঙ্গি গ্রেফতারির ঘটনায় আতঙ্কের পরিবেশ বাসিন্দাদের মধ্যে। সোমবার ডানলপের নর্দান পার্ক থেকে JMB জঙ্গি নুর নবি ওরফে তমাল চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। ইন্টারপোল থেকে পাওয়া বিশেষ সূত্রের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তার পর থেকেই থমথমে পরিবেশ গোটা আবাসনে।
আবাসনের বাসিন্দারা জানিয়েছেন প্রতিবেশী তমাল যে কুখ্যাত জঙ্গি তা ঘুণাক্ষরেও টের পায়নি তারা। আবাসনে মিশুকে ছেলে বলেই পরিচিত ছিল সে। যে কোনও আয়োজনে সবার নজর কাড়ত সে। সোমবার যখন আবাসনে প্রথম পুলিশ আধিকারিকরা আসেন তখনও কেউ বুঝতে পারেননি ব্যাপারটা কী। পরে গোটা বিষয় জানতে পেরে আতঙ্কিত তারা। ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পাসপোর্ট।ট্রেন্ডিং স্টোরিজ
ইন্টারপোলের তথ্য অনুসারে বাংলাদেশি জঙ্গি নুরনবির বিরুদ্ধে সেদেশে অন্তত ২ ডজন মামলা রয়েছে। তার মধ্যে ১ ডজন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। খুন, রাহাজানি, অস্ত্রপাচার, চোরা কারবারের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশ পুলিশ সূত্রের খবর, গ্রেফতারির হাত থেকে বাঁচতে বাংলাদেশ থেকে পালিয়ে ওমানে চলে যায় সে। সেখানে রং মিস্ত্রির কাজ শুরু করে। সেখানে তার এক শাগরেদ ধরা পড়লে পালিয়ে আসে কলকাতায়। নিউ মার্কেটে মাছ বিক্রি শুরু করে সে। এর পর মধ্যমগ্রামের বাসিন্দা এক তরুণীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। তাঁর সঙ্গে ডানলপে মাসে ৭,০০০ হাজার টাকা দিয়ে ঘর ভাড়া নেয় সে।