বিজেপি সরকারের সমকালে বিভিন্ন সময় বিরোধীরা সংবাদমাধ্যম ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে থাকে। আজ রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা কংগ্রেস জমানার কথা মনে করিয়ে দিয়ে পাল্টা খোঁচা দিলেন শতাব্দী প্রাচীন দলকে। এদিন প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন যে জওহরলাল নেহরুর নিষ্ক্রিয়তা এবং অহংকারের জন্যই গোয়া ভারতের স্বাধীনতার ১৫ বছর পর মুক্তি পায় ঔপনিবেশিক শক্তির হাত থেকে। আর গোয়ার সূত্র ধরে তিনি লতা মঙ্গেশকরের ভাইয়ের কথা তুলে ধরেন সংসদে। তিনি বলেন, কংগ্রেস জমানায় অল ইন্ডিয়া রেডিও থেকে বের করে দেওয়া হয়েছিল সুর সম্রাজ্ঞীর ভাইকে।
মোদী এদিন বলেন, হৃদয়নাথ মঙ্গেশকর বীর সাভারকের লেখা একটি কবিতা পড়েছিলেন বলে সাতদিনের মধ্যে তাঁকে অল ইন্ডিয়া রেডিও থেকে বের করে দেওয়া হয়েছিল। পাশাপাশি এদিন মোদী বলেন, নেহরুর বিরুদ্ধে কথা বলায় গীতকার মাজরু সুলতানপুরি জেলে পাঠানো হয়েছিল। পাশাপাশি এদিনইন্দিরা গান্ধীর জমনায় জরুরি অবস্থার সময়ের কথা মনে করান। বলেন, ‘কিশোর কুমারকেও বের (অল ইন্ডিয়া রেডিও থেকে) করে দেওয়া হয়েছিল।’ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে মোদী অভিযোগ করেন, ‘শহুরে নকশালরা কংগ্রেসের চিন্তাধারা দখল করেছে এবং তাই তাদের চিন্তাভাবনা ও কর্মকাণ্ড ধ্বংসাত্মক হয়ে উঠেছে। শহুরে নকশালরা খুব চতুরতার সাথে কংগ্রেসের দুর্দশার সুযোগ নিয়েছে এবং তাদের চিন্তাধারায় ঢুকে গিয়েছে এবং তাই তারা বারবার বলছে যে ইতিহাস বদলে যাচ্ছে।’ মোদী এদিন কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়েও ফের খোঁচা দেন। পাশাপাশি দাবি করেন যে মহাত্মা গান্ধী চাইতেন যাতে কংগ্রেস ভেঙে যায়। মোদী এদিন অভিযোগ করেন যে কংগ্রেস নিজেরা সরকারে থাকার সময় উন্নয়ন করেনি আর এখন বিরোধী আসনে বসে তারা দেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে।