ভরদুপুরে ডাকাতি করে পালাচ্ছিল ডাকাত দল। পিঠে টাকার ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিল তারা। কিন্তু পরিস্থিতি প্রতিকূল তৈরি হতেই পকেট থেকে হাতে উঠে এলো লোডেড পিস্তল। কিন্তু তার পরও পুলিশ তাদের ধরতে পারল না। প্রায় এক কোটি টাকা ডাকাতি করে চম্পট দিল তারা। ট্যাক্সি চড়ে পালাচ্ছিল চার যুবক। সেই ট্যাক্সি জ্যামে পড়তেই বেরিয়ে পড়ে পিস্তল। ঘটনাটি ঘটেছে হাওড়ায়।
স্থানীয় সূত্রে খবর, ডাকাতি করে পালাচ্ছিল ওই দলটি। ট্যাক্সি করে পালাচ্ছিল। কিন্তু রাস্তায় যানজট তৈরি হওয়ায় ট্যাক্সি থেকে বেরিয়ে পড়ে তারা। আর পকেট থেকে পিস্তল বার করে উঁচিয়ে দৌড় লাগাল। দিনেদুপুরে পিস্তল উঁচিয়ে দৌড়চ্ছে ডাকাতরা দেখে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলিলিয়াস রোড এলাকায়। তবে পুলিশ সিসিটিভি ক্যামেরায় সেই ছবি দেখে নিয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে বেলিলিয়াস রোডের একটি লোহার দোকান লুঠ করে চার ডাকাত। নগদ এক কোটি টাকা লুঠ করে তারা। ডাকাতদের চিহ্নিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ জোগাড় করা হয়েছে। দ্রুত তাদের ধরে ফেলা হবে। সব আঁটঘাট বেঁধে ফেলা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। দোকানের মালিকের সঙ্গে কথা হয়েছে। ওই ট্যাক্সি চালকের সঙ্গে কথা চলছে।
এই ডাকাতির বিষয়ে দোকান মালিক দিলীপ বর্মা পুলিশকে বলেন, ‘সকালে তাঁর দোকানের সামনে হাজির হয় চার যুবক। তাদের মধ্যে তিনজন দোকানে প্রবেশ করে। তারপর বন্দুক ঠেকিয়ে নগদ এক কোটি টাকা লুঠ করে। এই টাকা রাখা ছিল পেমেন্ট করার জন্য। আর কিছুটা দোকানের। লুঠ করার পর তাঁর হাত–পা বেঁধে ফেলে।’
পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছে, হাওড়া ময়দান থেকে এই ডাকাত দল ট্যাক্সি ভাড়া করে। তখন ট্যাক্সিতে পাঁচজন ছিল। মাঝপথে একজন নেমে যায়। আর বাকিরা ওই ট্যাক্সি করে পালিয়ে যায়। কিন্তু মাঝপথে যানজটে ট্যাক্সি আটকে যেতেই সেখান থেকে নেমে বন্দুক বের করে উঁচিয়ে পালিয়ে যায়। পুলিশ ট্যাক্সিচালককে জেরা করছে।