ভোট পরবর্তী হিংসার মামলায় ফের নড়েচড়ে বসল সিবিআই। এর সঙ্গে কয়লা পাচার মামলাতেও ফের সক্রিয় ইডি। শুক্রবার ঝাড়গ্রামের ৯জন তৃণমূল সমর্থককে গ্রেফতার করেছে সিবিআই। ভোট পরবর্তী হিংসায় একটি খুনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। উত্তর ২৪ পরগনার দুজন অভিযুক্ত মহিলাকে ধরিয়ে দিতে পারলে পুরষ্কারও ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে কয়লা পাচার মামলায় আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে জেরার জন্য় সমন পাঠিয়েছে ইডি।ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে বৃহস্পতিবারই প্রশাসনিক মিটিংয়ের মাঝে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুরভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি ফের সক্রিয় হয়েছে। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সমন পাঠানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তাঁকেও ভোট পরবর্তী হিংসার অভিযোগে সমন পাঠানো হয়েছে। এদিকে অসুস্থতার কথা জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে আদালত থেকে তিনি আপাতত কিছুটা রক্ষাকবচ পেয়েছেন।
এদিকে এসবের মধ্যেই শুক্রবার ঝাড়গ্রামের দিকে নজর ঘোরায় সিবিআই। গত বছরের সেপ্টেম্বর মাসে একটি রাজনৈতিক খুন হয়েছিল। তারক সাহু নামে ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনায় ৯জন তৃণমূল সমর্থককে পাকড়াও করে সিবিআই। এই ঘটনায় ১৪জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত ৯জন জেরাতে হাজির হচ্ছিল না। তাদের গ্রেফতার করা হয়েছে এদিন।