ওমিক্রনের আতঙ্ক এখনও পুরোপুরি যায়নি। ব্যাপক পরিমাণে মানুষ আক্রান্ত হচ্ছেন করোনার এই রূপটিতে। তার মধ্যে এবার দুশ্চিন্তা দেখা দিয়েছে নতুন ওমিক্রন নিয়ে।
ক’দিন আগেই ওমিক্রনের নতুন রূপ BA.2 সম্পর্কে সাবধান করেছিলেন বিজ্ঞানীরা। এবার সেই নতুন ওমিক্রন সম্পর্কে আরও তথ্য এল হাতে।ট্রেন্ডিং স্টোরিজ
কী কী জানা গিয়েছে এই নতুন ওমিক্রন সম্পর্কে?
দেখা গিয়েছে, এটি আগের ওমিক্রন অর্থাৎ BA.1-এর তুলনায় বেশি সংক্রামক। বাড়িতে কারও আগের ওমিক্রন সংক্রমণটি হলে বাড়ির অন্যদের মধ্যে সেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ছিল ২৯ শতাংশ। নতুন ওমিক্রন অর্থাৎ BA.2-র ক্ষেত্রে তা বেড়ে দাঁড়াচ্ছে ৩৯ শতাংশ। যাঁদের টিকার কোর্স সম্পূর্ণ হয়নি, তাঁদের ক্ষেত্রে সংক্রমিত হওয়ার আশঙ্কা আরও বাড়ছে।
কিন্তু সংক্রমণের হার বেশি মানেই যে, সেটি বেশি ভয়াবহ— এমনও বলছেন না কেউ। তবে এই নিয়ে গবেষণা বাকি আছে।
আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হালে কয়েকটি তথ্য পেয়েছেন। এগুলো থেকে বোঝা সম্ভব এই নতুন ওমিক্রনের সূত্রেই করোনা শেষ হওয়ার সম্ভাবনা আছে কি না।
কী বলছেন তাঁরা?
গবেষণায় দেখা গিয়েছে, ওমিক্রনের ফলে তৈরি হওয়া রোধ প্রতিরোধ শক্তি মোটেই ভবিষ্যতে করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকর নয়। তার তুলনায় টিকার ক্ষমতা অনেক বেশি।
তাই নতুন ওমিক্রন সংক্রমণের মধ্যে দিয়ে যে করোনার শেষ হবে, এমন কথা এখনই বলা যাচ্ছে না। বরং নিয়মমাফিক টিকা নিলে সেই কাজ অনেক সহজে হতে পারে।
তবে এটিও ঠিক যে, নতুন ওমিক্রনে যাঁরা সংক্রমিত হচ্ছেন, তাঁদের করোনাজাত সমস্যা কম হচ্ছে। সেটি অবশ্যই আশার কথা।