বদলে গেল শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দু’টি হোম সিরিজের সূচি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুরোধ মতোই ২ ম্যাচের টেস্ট সিরিজের আগে আয়োজিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। জাগরণের রিপোর্ট অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে খেলা হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ।
প্রাথমিক সূচি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্ট আয়োজিত হওয়ার কথা ছিল। ৫ মার্চ থেকে মোহালিতে আয়োজিত হওয়ার কথা ছিল সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে। পরে ১৩ মার্চ মোহালিতেই সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলার কথা ছিল। ১৫ ও ১৮ মার্চ সিরিজের শেষ ২টি টি-২০ আয়োজিত হওয়ার কথা ছিল যথাক্রমে ধরমশালা ও লখনউয়ে।ট্রেন্ডিং স্টোরিজ
পরিবর্তিত সূচি অনুযায়ী লখনউয়ের প্রথম টি-২০ ম্যাচের পর সিরিজের শেষ ২টি টি-২০ ম্যাচ আয়োজিত হওয়ার কথা ধরমশালায়।
সিরিজের প্রথম টেস্ট আয়োজিত হতে চলেছে মোহালিতে। শেষ টেস্ট অনুষ্ঠিত হতে পারে বেঙ্গালুরুতে। সেক্ষেত্রে কোহলির কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ আরসিবির ঘরের মাঠ বেঙ্গালুরুতে নাও আয়োজিত হতে পারে। বিরাট আপাতত ৯৯টি টেস্ট খেলেছেন। তাই মোহালিতেই বিরাট কেরিয়ারের ১০০তম টেস্ট খেলতে পারেন। বেঙ্গালুরুতে সিরিজের শেষ টেস্ট আয়োজিত হতে পারে গোলাপি বলে। সুতরাং ডে-নাইট টেস্ট দিয়ে ভারত সফর শেষ করতে পারে শ্রীলঙ্কা।