উত্তেজক প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে খেতাবি লড়াইয়ের টিকিট হাতে পেয়েছে ইংল্যান্ড। এবার চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখসমরে নামে টুর্নামেন্টের ইতিহাসে সেরা দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। শেষমেশ অজিদের বিধ্বস্ত করে ব্রিটিশদের বিরুদ্ধে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ভারতীয় যুব দল।03 Feb 2022, 02:04:46 AM IST
ম্যাচের সেরা যশ ধুল
১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১১০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন যশ ধুল।03 Feb 2022, 01:50:21 AM IST
টানা চারবার ফাইনালে ভারত
এই নিয়ে টানা চারবার যুব বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ভারত। ২০১৮ যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ২০২০ যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ হারিয়ে দেয় ভারতকে। এবার ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ের টিকিট পকেটে পোরে ভারত। আর কোনও দেশ টানা চারবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। এবার খেতাবি লড়াইয়ে ভারতীয় দল মাঠে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। উল্লেখ্য এই নিয়ে মোট ৮ বার যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। আগের ৭ বারের মধ্যে ভারত সব থেকে বেশি ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। ৩ বার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।03 Feb 2022, 01:43:24 AM IST
৯৬ রানে ম্যাচ জয় ভারতের
ভারতের ৫ উইকেটে ২৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪১.৫ ওভারে ১৯৪ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং ৪৯ বল বাকি থাকতে ৯৬ রানে ম্যাচ জিতে যুব বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। ভিকি ওস্তওয়াল ৪২ রানে ৩টি, রবি কুমার ৩৭ রানে ২টি, নিশান্ত সিন্ধু ২৫ রানে ২টি, অংকৃষ রঘুবংশী ১১ রানে ১টি ও কৌশল তাম্বে ৩২ রানে ১টি উইকেট নেন।03 Feb 2022, 01:40:18 AM IST
রান-আউট হোয়াইটনি
৪১.৫ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন টম হোয়াইটনি। ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন তিনি। ৮ বল খেলে কোনও রান না করেই অপরাজিত থাকেন নিসবেট।03 Feb 2022, 01:24:47 AM IST
হাফ-সেঞ্চুরি করে আউট লাচলান
৪টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা লাচলানকে আউট করেন রবি কুমার। ৩৮.৬ ওভারে বোল্ড হন অজি তারকা। ৬৬ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন লাচলান। অস্ট্রেলিয়া ১৭৮ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান জ্যাক নিসবেট।03 Feb 2022, 01:14:15 AM IST
সিনফিল্ড আউট
৩৬.৩ ওভারে কৌশল তাম্বের বলে ছক্কা হাঁকান জ্যাক সিনফিল্ড। ঠিক পরের বলেই তিনি স্টাম্প-আউট হন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২০ রান করে আউট হন জ্যাক। অস্ট্রেলিয়া ১৬৭ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টম হোয়াইটনি। ৩৭ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৭২/৮।03 Feb 2022, 01:12:26 AM IST
৩৬ ওভারে অস্ট্রেলিয়া ১৫৮/৭
৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তুলেছে। ৫৯ বলে ৪১ রান করেছেন লাচলান শ। ১১ বলে ১৪ রান করেছেন জ্যাক।03 Feb 2022, 12:53:22 AM IST
স্নেল আউট
৩১.৬ ওভারে টোবাইস স্নেলকে বোল্ড করেন ভিকি ওস্তওয়াল। ৬ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন অজি তারকা। অস্ট্রেলিয়া ১২৫ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জ্যাক সিনফিল্ড। ভিকির এটি ম্যাচে তৃতীয় শিকার।03 Feb 2022, 12:46:10 AM IST
উইলিয়ামকে ফেরালেন ভিকি
২৯.৬ ওভারে ভিকি ওস্তওয়ালের বলে কট অ্যান্ড বোল্ড হন উইলিয়াম। ১৪ বলে ৭ রান করে ক্রিজ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়া ১১৯ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্নেল। ২০ ওভারে জয়ের জন্য ১৭২ রান দরকার অজিদের। হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট।03 Feb 2022, 12:28:17 AM IST
রাধাকৃষ্ণণ আউট
২৪.৫ ওভারে নিশান্ত সিন্ধুর বলে বোল্ড হলেন রাধাকৃষ্ণণ। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১১ রান করেন রাধাকৃষ্ণণ। অস্ট্রেলিয়া ১০১ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান উইলিয়াম।03 Feb 2022, 12:13:12 AM IST
কুপারকে ফেরালেন নিশান্ত
২০.৫ ওভারে কুপারকে ফেরালেন নিশান্ত সিন্ধু। ৯ বলে ৩ রান করে রশিদের হাতে ধরা পড়েন কুপার। অস্ট্রেলিয়া ৮৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাধাকৃষ্ণণ।03 Feb 2022, 12:03:13 AM IST
সাজঘরে ফিরলেন ক্যাম্পবেল
১৭.৩ ওভারে ওস্তওয়ালের বলে নিশান্তের হাতে ধরা পড়েন ক্যাম্পবেল। ১টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ৩০ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৭৩ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লাচলান শ।02 Feb 2022, 11:57:48 PM IST
মিলার আউট
ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে নিয়েই ভারতকে সাফল্য এনে দিলেন অংকৃষ রঘুবংশী। ১৬.৩ ওভারে তিনি এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান আগ্রাসী কোরি মিলারকে। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৩৮ রান করে মাঠ ছাড়েন মিলার। অস্ট্রেলিয়া ৭১ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কুপার।02 Feb 2022, 11:43:52 PM IST
৫০ টপকাল অস্ট্রেলিয়া
১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫৬ রান। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ৩৩ রান করেছেন মিলার। ৩৭ বলে ১৯ রান করে ব্যাট করছেন ক্যাম্পবেল।02 Feb 2022, 11:36:14 PM IST
১১ ওভারে অস্ট্রেলিয়া ৪৪/১
১১ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটের বিনিময়ে ৪৪ রান তুলেছে। ২৯ বলে ২৩ রান করেছেন কোরি মিলার। ৩৪ বলে ১৭ রান করেছেন ক্যাম্পবেল।02 Feb 2022, 11:15:31 PM IST
৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৯/১
৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটের বিনিময়ে ১৯ রান তুলেছে। মিলার ৯ ও ক্যাম্পবেল ৭ রান করেছেন। রবি ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন। রাজবর্ধন ৩ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৬ রান খরচ করেছেন। যদিও কোনও উইকেট পাননি তিনি। 02 Feb 2022, 10:52:36 PM IST
উইলি আউট
বল হাতে নিয়েই ভারতকে সাফল্য এনে দিলেন বাংলার রবি কুমার। ১.১ ওভারে রবির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন টেগ উইলি। ৩ বলে ১ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কোরি মিলার। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮/১।02 Feb 2022, 10:46:00 PM IST
অস্ট্রেলিয়ার রান তাড়া করা শুরু
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন টেগ উইলি ও ক্যাম্পবেল। ভারতের হয়ে বোলিং শুরু করেন রাজবর্ধন হাঙ্গার্গেকর। প্রথম ওভারে ২ রান ওঠে।02 Feb 2022, 10:12:50 PM IST
শেষ ওভারে ওঠে ২৭, ভারত ৫০ ওভারে ২৯০/৫
শেষ ওভারে ২৭ রান সংগ্রহ করে ভারত। হোয়াইটনির বলে নিশান্ত সিন্ধু ১টি চার ও ১টি ছক্কা মারেন। দীনেশ ২টি ছয় ও ১টি চার মারেন। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৯০ রান তোলে। সুতরাং, জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ২৯১। দীনেশ ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১২ রান করে নট-আউট থাকেন নিশান্ত সিন্ধু। ভারত প্রথম ২৫ ওভারে ৮৬ রান তোলে। শেষ ২৫ ওভারে তারা সংগ্রহ করে ২০৪ রান। শেষ ১০ ওভারে ভারত তোলে ১০৮ রান।02 Feb 2022, 10:05:22 PM IST
রাজবর্ধন আউট
৪৮.৫ ওভারে উইলিয়ামের বলে বোল্ড হন রাজবর্ধন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ২৫৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীনেশ বনা। ৪৯ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৬৩ রান।02 Feb 2022, 10:01:42 PM IST
২৫০ টপকাল ভারত
৪৮তম ওভারে দলগত ২৫০ রান টপকে গেল ভারত। ভারতের স্কোর ৪ উইকেটে ২৫৭ রান। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১২ রান করেছেন রাজবর্ধন। করোনা থেকে সুস্থ হয়েই মাঠে নেমে পড়া নিশান্ত সিন্ধু ৬ বলে ১ রান করেছেন।02 Feb 2022, 09:51:28 PM IST
রশিদ আউট
যশ ধুল রান-আউট হয়ে সাজঘরে ফেরার ঠিক পরের বলেই আউট হয়ে বসেন রশিদ। তিনি নিশ্চিত শতরান হাতছাড়া করেন। ৪৫.৬ ওভারে নিসবেটের বলে সিনফিল্ডের হাতে ধরা পড়েন রশিদ। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ৯৪ রান করে মাঠ ছাড়েন ভারতীয় তারকা। ভারত ২৪১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নিশান্ত সিন্ধু।02 Feb 2022, 09:46:36 PM IST
রান-আউট যশ ধুল
৪৫.৫ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়লেন যশ ধুল। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১১০ রান করে আউট হন ভারত অধিনায়ক। ভারত ২৪১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাজবর্ধন হাঙ্গার্গেকর।02 Feb 2022, 09:39:34 PM IST
শতরান যশ ধুলের
১০টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক যশ ধুল। ৪৫তম ওভারে তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৪৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২৩৭ রান। যশ ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ১০৮ রান করেছেন। রশিদ ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ৯২ রান করেছেন।02 Feb 2022, 09:26:45 PM IST
২০০ টপকাল ভারত
৪১তম ওভারের প্রথম তিন বলে রশিদ পরপর তিনটি চার মারেন। ৪২ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ২০৫ রান তুলেছে। যশ ধুল ৯৭ বলে ৮৫ ও রশিদ ৯৭ বলে ৮৩ রান করেছেন। দুই তারকাই ৮টি করে বাউন্ডারি মেরেছেন।02 Feb 2022, 09:18:42 PM IST
৪০ ওভারে ভারত ১৮২/২
৪০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ১৮২ রান। রশিদ ৫টি বাউন্ডারির সাহায্যে ৯০ বলে ৬৭ রান করেছেন। যশ ধুল ৭টি বাউন্ডারির সাহায্যে ৯২ বলে ৭৮ রান করেছেন।02 Feb 2022, 09:07:29 PM IST
হাফ-সেঞ্চুরি রশিদের
ক্যাপ্টেন যশ ধুলের পর হাফ-সেঞ্চুরি করলেন ভাইস ক্যাপ্টেন রশিদ। ২টি বাউন্ডারির সাহায্যে ৭৯ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি। ভারত ৩৭ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলেছে। ৮১ বলে ৫১ রান করেছেন রশিদ। তিনি ২টি চার মেরেছেন। ৮৩ বলে ৭১ রান করেছেন যশ ধুল। তিনি ৬টি চার মেরেছেন।02 Feb 2022, 08:45:13 PM IST
হাফ-সেঞ্চুরি যশ ধুলের
৪টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ভারত অধিনায়ক যশ ধুল। ভারত ৩১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১২০ রান তুলেছে। ধুল ৫১ ও রশিদ ৩৬ রানে ব্যাট করছেন।02 Feb 2022, 08:34:49 PM IST
১০০ ছুঁল ভারত
ক্যাপ্টেন যশ ধুল লড়াই চালাচ্ছেন ভাইস ক্যাপ্টেন রশিদকে সঙ্গে নিয়ে। ভারত ২৮ ওভারে তিন অঙ্কের রানে পৌঁছয়। ২৮ ওভার শেষে ভারতীয় যুব দলের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। রশিদ ৫৮ বলে ৩২ রান করেছেন। ৫২ বলে ৩৫ রান করেছেন যশ ধুল। 02 Feb 2022, 08:22:02 PM IST
২৫ ওভারে ভারত ৮৬/২
অর্ধেক ইনিংস অতিক্রান্ত। এখনও একশো রানের গণ্ডি টাপকাতে পারল না ভারত। ২৫ ওভার শেষে ভারতীয় যুব দলের সংগ্রহ ২ উইকেটে ৮৬ রান। ৫০ বলে ২৮ রান করেছেন রশিদ। তিনি ২টি চার মেরেছেন। ৪২ বলে ২৫ রান করেছেন যশ ধুল। তিনিও ২টি বাউন্ডারি মেরেছেন।02 Feb 2022, 08:11:06 PM IST
২১ ওভারে ভারত ৬৭/২
হাত খোলার সুযোগ পাচ্ছেন না ভারতীয় ব্যাটসম্যানরা। ২১ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬৭ রান। ৪২ বলে ২২ রান করেছেন রশিদ। ২৬ বলে ১২ রান করেছেন যশ ধুল।02 Feb 2022, 07:55:43 PM IST
৫০ রানের গণ্ডি টপকাল ভারত
১৬ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকাল ভারত। ১৬ ওভার শেষে ভারতীয় যুব দলের স্কোর ৫১/২। রশিদ ১২ ও যশ ধুল ৬ রানে ব্যাট করছেন।02 Feb 2022, 07:52:25 PM IST
১৫ ওভারে ভারত ৪৬/২
১৫ ওভার শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে। রশিদ ২২ বলে ১০ রান করেছেন। তিনি ১টি বাউন্ডারি মেরেছেন। ক্যাপ্টেন ধুল করেছেন ১০ বলে ৩ রান। 02 Feb 2022, 07:35:32 PM IST
হরনূর আউট
সেমিফাইনালের শুরুতেই প্রবল চাপে ভারত। ৪০ টপকানোর আগেই দুই ওপেনারের উইকেট হারাল তারা। ১২.৩ ওভারে নিসবেটের বলে উইকেটকিপার স্নেলের দস্তানায় ধরা পড়েন হরনূর। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৬ রান করেন হরনূর। ভারত দলগত ৩৭ রানের মাথায় ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্যাপ্টেন যশ ধুল। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৩৮/২। রশিদ ব্যাট করছেন ৭ রানে।02 Feb 2022, 07:21:52 PM IST
ভারত ১০ ওভারে ৩০/১
১০ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৩০ রান তুলেছে। ৩টি বাউন্ডারির সাহায্যে হরনূর ২৩ বলে ১৫ রান সংগ্রহ করেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করেছেন রশিদ।02 Feb 2022, 07:08:07 PM IST
অংকৃষ আউট
ওপেনিং জুটিতে দলকে শক্ত ভিতে বসিয়ে দিতে পারলেন না অংকৃষ। ৭.৪ ওভারে উইলিয়ামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৩০ বলে মাত্র ৬ রান করে আউট হন রঘুবংশী। ভারত দলগত ১৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রশিদ। ৮ ওভারে ভারতের স্কোর ১৮/১।02 Feb 2022, 07:00:45 PM IST
৬ ওভারে ভারত ১৪/০
৬ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ১৪ রান তুলেছে। তাড়াহুড়ো করতে রাজি নন দুই ভারতীয় ওপেনার। ২২ বলে ৫ রান করেছেন অংকৃষ। ১৪ বলে ৫ রান করেছেন হরনূর সিং।02 Feb 2022, 06:45:55 PM IST
ম্যাচের প্রথম বাউন্ডারি এল হরনূরের ব্যাট থেকে
২.৫ ওভারে হোয়াইটনির বলে চার মারেন হরনূর সিং। এটিই ম্যাচের প্রথম বাউন্ডারি। ৩ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৯ রান। হরনূর ৪ ও অংকৃষ ৩ রান করেছেন।02 Feb 2022, 06:35:20 PM IST
ম্যাচ শুরু
ভারতের হয়ে যথারাতি ইনিংসের গোড়াপত্তন করতে নামে নির্ভরযোগ্য ওপেনিং জুটি অংকৃষ রঘুবংশী ও হরনূর সিং। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন টম হোয়াইটনি। প্রথম ওভারে ২ রান ওঠে।02 Feb 2022, 06:19:56 PM IST
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
টেগ উইলি, ক্যাম্পবেল কেলাওয়ে, কোরি মিলার, কুপাল কনোলি (ক্যাপ্টেন), লাচলান শ, নিবেথন রাধাকৃষ্ণণ, উইলিয়াম সালজমান, টবিয়াস স্নেল (উইকেটকিপার), টম হোয়াইনি, জ্যাক সিনফিল্ড ও জ্যাক নিসবেট। 02 Feb 2022, 06:16:00 PM IST
ভারতের প্রথম একাদশ
অংকৃষ রঘুবংশী, হরনূর সিং, শেক রশিদ, যশ ধুল (ক্যাপ্টেন), নিশান্ত সিন্ধু, রাজ বাওয়া, কৌশল তাম্বে, দীনেশ বনা (উইকেটকিপার), রাজবর্ধন হাঙ্গার্গেকর, ভিকি ওস্তওয়াল ও রবি কুমার।02 Feb 2022, 06:06:31 PM IST
টস জিতল ভারত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে টস জিতল ভারত। টস জিতে ভারত অধিনায়ক যশ ধুল শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, অ্যান্টিগায় শেষ চারের লড়াইয়ে রান তাড়া করতে হবে অজিদের।02 Feb 2022, 05:52:50 PM IST
কোন পথে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
গ্রুপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারায়।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে পরাজিত হয়।
গ্রুপের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দেয়।
কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১১৯ রানে জয় তুলে নেয়।02 Feb 2022, 05:52:51 PM IST
কোন পথে সেমিফাইনালে ভারত
গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারায়।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৪ রানে পরাজিত করে।
গ্রুপের তৃতীয় ম্যাচে উগান্ডাকে ৩২৬ রানে হারিয়ে দেয়।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নেয়।02 Feb 2022, 05:52:51 PM IST
টক্কর সেয়ানে-সেয়ানে
ভারত সব ম্যাচ জিতে গ্রুপ লিগের বাধা টপকায়। পরে কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দেয়। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলের তকমা পাচ্ছে ভারতীয় যুব দল। অস্ট্রেলিয়া গ্রুপ লিগে একটি ম্যাচ হারলেও দাপুটে ক্রিকেট খেলছে। সুতরাং, সেমিফাইনালে লড়াই হবে সেয়ানে-সেয়ানে। উল্লেখ্য, ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে সফল দল। তারা মোট ৪ বার যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপ জিতেছে মোট ৩ বার।