বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় গোটা হটুগঞ্জ বাজার। তার জেরে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান। দক্ষিণ ২৪ পরগনার উস্তির হটুগঞ্জ বাজারে বিধ্বংসী আগুন লাগে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল ৪ থেকে ৫টি দোকান। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, বুধবার মধ্যরাতে হটুগঞ্জ বাজারের বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু আগুনের লেলিহান শিখা সম্পূর্ণ গ্রাস করে নেয় বাজার এলাকার বেশ কয়েকটি দোকান। পরে দমকলের একটি ইঞ্জিনের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।ট্রেন্ডিং স্টোরিজ
দমকল সূত্রে খবর, মধ্যরাতে আগুন লাগায় প্রাণহানি এড়ানো গিয়েছে। অনুমান শর্ট সার্কিটের জন্য এই আগুন লাগে। তাও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই বাজার এলাকায় কোনও দাহ্য বস্তু ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে। কারণ এই আগুন আরও বড় আকার ধারণ করতে পারত।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে রাজ্যের নানা প্রান্তে আগুন লাগছে। কখনও বর্ধমান মেডিকেল কলেজে তো কখনও কল্যাণীর জেএমএম মেডিকেল কলেজে। কোভিড ওয়ার্ডে আগুন লাগছিল। এবার বাজারে আগুন লাগল। ফলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। বারবার এই আগুন লাগার ঘটনা কেন ঘটছে? খতিয়ে দেখা হচ্ছে।