সঙ্গে জাল নোট রয়েছে কি না কি করে বুঝবেন, সেই নিয়ে চিন্তা? উলটে-পালটে দেখেও বুঝতে পারছেন না যে নোট টি আসল না নকল। এবার আপনার এই দুশ্চিন্তা দূর করতে খড়গপুর আইআইটির পড়ুয়ারা নিয়ে এসেছে নতুন অ্যাপ।
আইআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ পড়ুয়া মিলে এই স্মার্টফোন অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে। এক ক্লিকেই বুঝে যাবেন যে নোট আসল না নকল।
যেই নোটটি নিয়ে আপনার সন্দেহ হবে, সেই নোটটির ফটো তুলে অ্যাপটিটে আপলোড করতে হবে। তারপর অ্যাপটি সেই ফটোটিকা জাচাই করে বলে দেবে যে নোট টি নকল কি না।
যে কোন ফোনে এই অ্যাপডাউনলোড করা যাবে। জাল টাকা ধরা পড়লে, নোটিফিকেশনও পাঠাবে এই অ্যাপটি।
২৫টি ফিচার পরীক্ষা করেই অ্যাপটি আসল-নকল বিচার করবে।