দেড় দশক আগে সুপ্রিম কোর্ট এক রায়ের মাধ্যমে জানিয়েছিল ‘নিরাপত্তা কমিশন’ গঠনের কথা। ২০০৬ সালের সেই নির্দেশকে হাতিযার করে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল বিজেপি। পুলিশের ‘ক্ষমতার অপব্যবহার’ রুখতেই এই ‘নিরাপত্তা কমিশন’ গঠনের দাবি জানিয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করল রাজ্যের প্রধান বিরোধী দল। বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই মামলাটি করেছেন।
বিজেপি বারবারই অভিযোগ করে এসেছে যে তাদের বিধায়ক-সাংসদরা পুলিশের হেনস্থার শিকার হন। এমএলএ হোস্টেলে বিধায়কদের ‘আটক’ করার ঘটনা হোক বা শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে যেতে বাধা। আবার সম্প্রতি দিলীপ ঘোষও অভিযোগ করেছেন যে তাঁকে প্রচারে যেকে বাধা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দেড় দশক পুরোনো সুপ্রিম রায়কে হাতিয়ার করে উচ্চ আদালতে বিজেপির সওয়াল, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মত ‘রাজ্য নিরাপত্তা কমিশন’ গঠন করা হয়নি কেন?’ পাশাপাশি বিজেপির তরফে পুলিশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে অভিযোগ করা হয়েছে, পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করছে রাজ্যে।ট্রেন্ডিং স্টোরিজ
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে সুপ্রিম কোর্ট দেশের সব রাজ্যকে নির্দেশ দিয়ে জানিয়েছিল যাতে তারা পুলিশকে নিয়ন্ত্রণ করতে একটি কমিশন গঠন করে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সেই কমিশনের সদস্য হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছিল বিরোধী দলনেতা ও রাজ্য পুলিশের ডিজির পদে থাকা ব্যক্তিত্বদের নাম। পুলিশের অতি-সক্রিয়তা থেকে নিষ্ক্রিয়তার সব অভিযোগ খতিয়ে দেখার কথা ছিল এই কমিশনের।