করোনাকালে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত দেশের প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য শস্য দেওয়া হচ্ছিল। এই বছরের মার্চের পরেও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা চালু থাকবে কিনা, বা সেই সংক্রান্ত কোনও পরিকল্পনা সরকারের আছে কিনা সে বিষয়ে প্রতিশ্রুতি দিলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্ন যোজনার বিষয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তাঁর সাফ কথা, ‘বাজেট বাদে অন্য বিষয়ে আমি কথা বলতে পারব না।’
অতিমারি পরিস্থিতিতে মারাত্মক সংকটের মধ্যে পড়েছিলেন গরিব খেটে খাওয়া মানুষ। কাজও গিয়েছিল বহু মানুষের। সেই পরিস্থিতিতে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছিল এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। প্রাথমিকভাবে এই স্কিম ২০২০ সালের এপ্রিল-জুন মাসের জন্য লাগু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সেই স্কিমের সময়সীমা বাড়িয়ে ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়। এরপর আরও একদফা বাড়িয়ে এর মেয়াদ করা হয়েছিল ২০২২ সালের মার্চ। তবে তারপরও এই স্কিম চালু থাকবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট পাঁচ দফায় মেয়াদ বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার।ট্রেন্ডিং স্টোরিজ
এর আগে নভেম্বরেও খাদ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে এই স্কিমের মেয়াদ বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের নেই{ পরবর্তীতে যদিও প্রধানমন্ত্রী ঘোষণা করে এই স্কিমের মেয়াদ মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেন। এই স্কিমের মাধ্যমে সরকার প্রায় ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় ৫ কেজি করে গম বা চাল দিয়েছিল। এর সঙ্গেই প্রতি মাসে ১ কেজি করে বিনামূল্যে গোটা চানাও তুলে দেওয়া হয় বাসিন্দাদের হাতে। ন্যাশানাল ফুড সিকিউরিটি অ্যাক্টে ৮০ কোটি রেশন গ্রাহককে বিনামূল্যে রেশনের জন্য চিহ্নিত করা হয়। তবে মার্চের পর এই প্রকল্প চালু থাকা নিয়ে দেখা দিল সংশয়।