ঋণগ্রস্ত নীলাচল ইস্পাত নিগম, এটাও যাচ্ছে Tata-দের হাতে

1/5টাটার হাতে যাচ্ছে নীলাচল ইস্পাত নিগম লিমিটেড (NINL)। দেনায় জর্জরিত সংস্থার জন্য ১২,১০০ কোটি টাকার দর হেঁকেছিল সংস্থা। সোমবার দরপত্রে সবুজ সংকেত দিয়েছে সরকার। আর এহেন পরিস্থিতিতে প্রতিবাদে সরব হয়েছেন অন্যান্য রাজ্যের সরকারি ইস্তাত কারখানার কর্মীরা। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)

নীলাচল ইস্পাত নিগম লিমিটেড ওড়িশার কলিঙ্গনগরে অবস্থিত। এটি ১.১ মেট্রিক টন ক্ষমতা সমন্বিত ইস্পাত কারখানা। প্রতীকী ছবি : রয়টার্স  (REUTERS/Russell Cheyne)
2/5নীলাচল ইস্পাত নিগম লিমিটেড ওড়িশার কলিঙ্গনগরে অবস্থিত। এটি ১.১ মেট্রিক টন ক্ষমতা সমন্বিত ইস্পাত কারখানা। প্রতীকী ছবি : রয়টার্স  (REUTERS/Russell Cheyne)
NINL বিশাল লোকসানের মধ্যে চলছে। ২০২০ সালের মার্চ থেকে প্ল্যান্ট বন্ধ রয়েছে। মার্চ ২০২১ পর্যন্ত ৬,৬০০ কোটি টাকারও বেশি ঋণ এবং লায়াবিলিটি রয়েছে। যার মধ্যে প্রোমোটারদের ৪,১১৬ কোটি টাকা, ব্যাঙ্কের ১,৭৪১ কোটি টাকা পাওনা আছে। এছাড়া কর্মচারীদেরও অনেকের বেতন, পাওনা বাকি আছে। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS/Russell Cheyne)
3/5NINL বিশাল লোকসানের মধ্যে চলছে। ২০২০ সালের মার্চ থেকে প্ল্যান্ট বন্ধ রয়েছে। মার্চ ২০২১ পর্যন্ত ৬,৬০০ কোটি টাকারও বেশি ঋণ এবং লায়াবিলিটি রয়েছে। যার মধ্যে প্রোমোটারদের ৪,১১৬ কোটি টাকা, ব্যাঙ্কের ১,৭৪১ কোটি টাকা পাওনা আছে। এছাড়া কর্মচারীদেরও অনেকের বেতন, পাওনা বাকি আছে। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS/Russell Cheyne)
সংস্থার নেতিবাচক নেট মূল্য ৩,৪৮৭ কোটি এবং ২০২১ সালের মার্চ পর্যন্ত ৪,২২৮ কোটি টাকার লোকসান হয়েছে।  প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS/Yves Herman//File Photo)
4/5সংস্থার নেতিবাচক নেট মূল্য ৩,৪৮৭ কোটি এবং ২০২১ সালের মার্চ পর্যন্ত ৪,২২৮ কোটি টাকার লোকসান হয়েছে।  প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS/Yves Herman//File Photo)
এই প্রথম কোনও পাবলিক সেক্টর ইস্পাত সংস্থার বেসরকারিকরণ হল। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS/Thomas Peter )
5/5এই প্রথম কোনও পাবলিক সেক্টর ইস্পাত সংস্থার বেসরকারিকরণ হল। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS/Thomas Peter )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.