‘আমাদের থেকে ভারতীয় দলের কৃতিত্বটা অনেক বেশি’, অধিনায়ক বিরাটে অভিভূত পন্টিং

বিশ্বক্রিকেটে বিরাট কোহলির অনুরাগীর অভাব নেই। কিংবদন্তি ক্রিকেটার থেকে আমজনতা, সকলেই বিরাটের ভক্ত। সম্প্রতি বিরাট ভারতীয় টেস্ট অধিনায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। তারপরেই ভারতীয় টেস্ট দলের সফলতম তথা বিশ্বক্রিকেটের সর্বকালের অন্যতম সফল অধিনায়ককে ভিভ রিচার্ডসের মতো প্রাক্তন তারকাও কুর্নিশ জানিয়েছেন। এবার বিরাটকে প্রশংসায় ভরালেন রিকি পন্টিং।

দাপুটে অস্ট্রেলিয়া দলকে দুর্দান্ত সফলতার সঙ্গে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন পন্টিং। তবে প্রাক্তন অজি অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, তাঁর থেকে অধিনায়ক বিরাট অনেক বেশি কৃতিত্বের অধিকারী। ইশা গুহার সঙ্গে The ICC Review নামক শোয়ে পন্টিং বলেন, ‘আমাদের থেকে ভারতীয় দলের কৃতিত্বটা অনেক বেশি। আমি যখন দলের দায়িত্ব নিই, তার বহুদিন আগে থেকেই আমরা বিশ্বক্রিকেটে দাপট দেখিয়ে এসেছি। তবে বিরাটের আগে ভারতীয় দল ঘরের মাঠে তো জিতত, তবে বিদেশে তেমন সাফল্য পেত না।সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট এই বিরাট বদল ঘটেছে, যার জন্য ও এবং ভারতীয় দলের গর্ব করা উচিত।’ট্রেন্ডিং স্টোরিজ

ভারতীয় টেস্ট অধিনায়ক হিসাবে বিরাট ৬৮টি টেস্ট খেলে ৪০টি ম্যাচ জিতেছেন, যা জয়ের নিরিখে টেস্ট অধিনায়ক হিসাবে সর্বকালীন তালিকায় চতুর্থ সর্বোচ্চ। পন্টিংয়ের মতে বিরাটের নেতৃত্বে ভারতীয় দল টেস্ট ক্রিকেটে অধিক গুরুত্ব আরোপ করে এবং তার অনেকটা কৃতিত্বই বিরাটের। ‘বিরাট কোহলি দলের দায়িত্ব নেওয়ার পর বিসিসিআই টেস্ট ক্রিকেটে অধিক গুরুত্ব আরোপ করে। আমার মতে টেস্টে অধিক প্রাধান্য দিয়ে ঘরের মাঠ এবং বিদেশে ভারতরে প্রচুর ম্য়াচ জয়ের জন্য কোহলির অনেকটা কৃতিত্ব প্রাপ্য। টেস্ট অধিনায়ক হিসাবে ওর যা রেকর্ড, তাতে ও মাথা উঁচু করে গর্বের সঙ্গে বিদায় জানাতে পারে।’ মত পন্টিংয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.