মহিলাদের ক্ষমতায়নে অগ্রাধিকার, PM-Kisan-এ ১১ কোটি কৃষক টাকা পেয়েছেন: রাষ্ট্রপতি

মহিলাদের ক্ষমতায়নে অগ্রাধিকার দিয়েছে তাঁর সরকার। স্বাস্থ্যখাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। আর্থিক সাহায্য করা হয়েছে কৃষকদের। বাজেট অধিবেশনের শুরুতেই সংসদের যৌথ কক্ষের অধিবেশনে তাঁর সরকারের ‘কৃতিত্ব’ তুলে ধরলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

কী কী বলেছেন রাষ্ট্রপতি, তা দেখে নিন একনজরে –ট্রেন্ডিং স্টোরিজ

  • রাষ্ট্রপতি : আমার সরকারের নীতির জন্য বিশ্বের মধ্যে ভারতে ইন্টারনেট ব্যবহারের খরচ অন্যতম কম। এমনকী স্মার্টফোনের দামও কম।
  • রাষ্ট্রপতি: ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের কাজ শীঘ্রই সম্পূর্ণ হবে। যা দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে তৈরি হয়েছে। ২১ টি গ্রিনফিল্ড এয়ারপোর্টে অনুমোদন দিয়েছে সরকার।
  • রাষ্ট্রপতি: গত সাত বছরে ২৪,০০০ কিলোমিটার রেলপথের বৈদ্যুতিকরণ সম্পূর্ণ হয়েছে। 
  • রাষ্ট্রপতি: ২০১৪ সালে দেশে ৯০,০০০ কিলোমিটার জাতীয় সড়ক ছিল। এখন তা বেড়ে হয়েছে ১.৪ লাখ কিলোমিচটার।
  • রাষ্ট্রপতি: ১১ টি নয়া মেট্রো লাইন চালু করা হয়েছে। যা আটটি রাজ্যের লাখ-লাখ মানুষের জীবন সহজ করে তুলেছে।
  • রাষ্ট্রপতি: তিন তালাককে ফৌজদারি অপরাধে পরিণত করেছে সরকার।
  • রাষ্ট্রপতি: আমার সরকারের অন্যতম অগ্রাধিকারের বিষয় হচ্ছে মহিলাদের ক্ষমতায়ন। আমরা উজ্জ্বলা যোজনার সাফল্য দেখেছি। মুদ্রা যোজনার মাধ্যমে মহিলাদের দক্ষতা এবং শিল্পোদ্যোগে সহায়তা করা হয়েছে। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর মাধ্যমে একাধিক ইতিবাচক ফল মিলেছে। মেয়ে এবং ছেলেদের বিয়ের বয়স সমান করেছে আমার সরকার।
  • রাষ্ট্রপতি: প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (পিএম-কিষান) যোজনার মাধ্যমে ১১ কোটির বেশি কৃষক ১.৮ লাখ কোটি টাকা পেয়েছেন। কৃষিক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। দেশের কৃষিক্ষেত্রকে চাঙ্গা করতে ১,০০০ প্রকল্পের জন্য এক লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • রাষ্ট্রপতি: ২৩ কোটির বেশি শ্রমিক ই-শ্রম পোর্টালে নথিভুক্ত হয়েছেন।
  • রাষ্ট্রপতি: স্টার্ট আপের ফলে যুব প্রজন্ম লাভবান হচ্ছে। স্টার্ট-আপের কারণে প্রায় ছ’লাখ মানুষ চাকরি পেয়েছেন।
  • রাষ্ট্রপতি: আয়ুষ্মান ভারতের ফলে প্রচুর গরিব মানুষ উপকৃত হয়েছেন। কম দামে ওষুধ বিক্রির পরিকল্পনাও দারুণ ছিল।
  • রাষ্ট্রপতি: আমার সরকারের উদ্যোগে ভারত আবারও বিশ্বের অন্যতম দ্রুতগতির অর্থনীতি হয়ে উঠেছে।
  • রাষ্ট্রপতি: করোনাভাইরাসের কারণে প্রচুর মানুষ মারা গিয়েছেন। সেই পরিস্থিতিতেও কেন্দ্র, রাজ্য, চিকিৎসক, নার্স. বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মীরা একত্রিতভাবে কাজ করেছেন। আমাদের স্বাস্থ্যকর্মী এবং প্রথমসারির করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ আমি।
  • রাষ্ট্রপতি: ভবিষ্যতে কোনও স্বাস্থ্য সংকটের মোকাবিলার ক্ষেত্রে সাহায্য করবে আয়ুষ্মান ভারত যোজনা।
  • রাষ্ট্রপতি: রেকর্ড সময় ভারত করোনা টিকার ১৫০ কোটি ডোজ প্রদান করেছে। যোগ্য ব্যক্তিদের ৭০ শতাংশের বেশি মানুষ ইতিমধ্যে টিকার দ্বিতীয় ডোজ পেয়ে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.