SBI IMPS Limit: বাড়ছে লেনদেনের সীমা,লাগবে বাড়তি চার্জ-১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম পালটাচ্ছে SBI

1/8ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসে (আইএমপিএস) লেনদেনের সীমা বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। সেই মোতাবেক আইএমপিএস লেনদেনের ক্ষেত্রে বাড়তি একটি ধাপ যুক্ত করেছে ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

এতদিন আইএমপিএসের মাধ্যমে সর্বোচ্চ দু'লাখ টাকা দেওয়া যেত। এবার তা বাড়িয়ে পাঁচ লাখ করা হচ্ছে। তার ফলে নয়া একটি ধাপ যোগ করা হয়েছে। সঙ্গে নয়া চার্জ কত পড়বে, তাও জানিয়েছে এসবিআই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/8এতদিন আইএমপিএসের মাধ্যমে সর্বোচ্চ দু’লাখ টাকা দেওয়া যেত। এবার তা বাড়িয়ে পাঁচ লাখ করা হচ্ছে। তার ফলে নয়া একটি ধাপ যোগ করা হয়েছে। সঙ্গে নয়া চার্জ কত পড়বে, তাও জানিয়েছে এসবিআই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
আইএমপিএসের মাধ্যমে ১,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
3/8আইএমপিএসের মাধ্যমে ১,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
১,০০০ টাকার বেশি থেকে ১০,০০০ টাকা পর্যন্ত চার্জ: ২ টাকা+জিএসটি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/8১,০০০ টাকার বেশি থেকে ১০,০০০ টাকা পর্যন্ত চার্জ: ২ টাকা+জিএসটি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
১০,০০০ টাকার বেশি থেকে ১০০,০০০ টাকা পর্যন্ত চার্জ: ৪ টাকা+জিএসটি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/8১০,০০০ টাকার বেশি থেকে ১০০,০০০ টাকা পর্যন্ত চার্জ: ৪ টাকা+জিএসটি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
১০০,০০০ টাকার বেশি থেকে ২০০,০০০ টাকা পর্যন্ত চার্জ: ১২ টাকা+জিএসটি। (ছবিটি প্রতীকী)
6/8১০০,০০০ টাকার বেশি থেকে ২০০,০০০ টাকা পর্যন্ত চার্জ: ১২ টাকা+জিএসটি। (ছবিটি প্রতীকী)
২০০,০০০ টাকার বেশি থেকে ৫০০,০০০ টাকা পর্যন্ত চার্জ: ২০ টাকা+জিএসটি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
7/8২০০,০০০ টাকার বেশি থেকে ৫০০,০০০ টাকা পর্যন্ত চার্জ: ২০ টাকা+জিএসটি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
গত বছর ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছিল, আইএমপিএসের মাধ্যমে লেনদেনের সর্বোচ্চসীমা বাড়িয়ে পাঁচ লাখ করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
8/8গত বছর ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছিল, আইএমপিএসের মাধ্যমে লেনদেনের সর্বোচ্চসীমা বাড়িয়ে পাঁচ লাখ করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.