৫ রাজ্যে ভোটের আগে ভারতের ৭৫ শতাংশের ‘সম্পূর্ণ ভ্যাকসিনেশন’ নিয়ে বড় বার্তা মোদীর

করোনার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের মাঝে এই মুহূর্তে সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে উঠে আসতে শুরু করেছে ভ্যাকসিন। বিশ্বের বিভিন্ন প্রান্তে নাগরিকদের সম্পূর্ণ ভ্যাকসিনেশন ছাড়াও বুস্টার ডোজ নিয়ে উদ্যোগ নিয়েছে বিভিন্ন প্রশাসন। ভারতেও সদ্য শুরু হয়েছে বুস্টার ডোজের প্রথম পর্ব। এদিকে, দেশে ভ্যাকসিনেশেনর গতি নিয়ে এদিন টুইটারে বড় বার্তা দেন মোদী।

উল্লেখ্য, সামনেই রয়েছে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। ২০২২ সালের এই হাইভোল্টেজ নির্বচনের আগে রাজ্যগুলির কোভিড পরস্থিতি নিয়ে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। ভোটমুখী রাজ্যগুলিতে জারি হয়েছে একাধিক কোভিড বিধি। এদিকে, তারই মাঝে আজ টুইটারে করোনা পরিস্থিতি নিয়ে, একটি টুইটে দেশের প্রধানমন্ত্রী লেখেন, ‘ দেশের ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক এখন সম্পূর্ণ ভ্যাকসিনেটেড।’ আর এই মাইলস্টোনকে সামনে রেখএই দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘ যাঁরা এই উদ্যোগকে বাস্তবে সাফল্যের রূপ দিয়েছেন, তাঁদের সকলের জন্য গর্বিত।’ পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ১৬৫.৭০ ভ্যাকসিন দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। ৯৮.৮৭ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রথম ডোজ হিসাবে। দ্বিতীয় ডোজ হিসাবে ৭০.৫৭ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ২০২১ শুরু হয়েছিল দেশের প্রথম করোনা ভ্যাকসিন দানের উদ্যোগ। এরপর, ২০২২ সালে তার দ্বিতীয় পর্বে ১৫-১৮ বছর বয়স্কদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন। সঙ্গে চলছে বর্ষীয়ানদের বুস্টার ডোজ। এই পরিস্থিতিতে, সর্বমোট ১২.৪৩ কোটিরও বেশি ভ্যাকসিন দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে রয়েছে।

ভারত যখন করোনার ওমিক্রন স্রোত কাটিয়ে ওঠার দিকে এগোচ্ছে, তখনই জানা গিয়েছে যে বিশ্বে নিওকভ নামে আরও এক করোনা ভ্যারিয়েন্ট জাল বিস্কার করছে। ২০১৯ সালের শেষ থেকে গোটা বিশ্ব করোনার গ্রাসে। একের পর এক ভ্যারিয়েন্টে ধরাশায়ী হয়েছে বিশ্বের বহু শক্তিধর দেশও। বহু জায়গায় ভেঙে পড়েছে স্বাস্থ পরিকাঠামো। এই অবস্থায় আরও এক করোনা ভ্যারিসেন্ট ঘিরে রীতিমতো ত্রস্ত বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.