ছুটির দিন কলকাতার ডরিনা ক্রসিংয়ে উলটে গেল মিনিবাস। রবিবার দুপুর ২.১০ মিনিট নাগাদ ডরিনা ক্রসিংয়ে LIC বিল্ডিংয়ের সামনে উলটে যায় বরযাত্রীর বাসটি। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামেন স্থানীয় হকার ও কর্তব্যরত পুলিশকর্মীরা। দুর্ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার বেলা ২.১০ মিনিট নাগাদ ডরিনা ক্রসিংয়ে বিকট আওয়াজ পান তাঁরা। এর পর দেখেন রাস্তার উপর উলটে পড়ে রয়েছে একটি মিনিবাস। আর্তনাদ করছেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় হকাররা। ছুটে আসেন পুলিশকর্মীরা। খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। বাসের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে।ট্রেন্ডিং স্টোরিজ
পুলিশের তরফে জানানো হয়েছে, পার্ক সার্কাস – বাঁকড়া রুটের বাসটি হাওড়ার দিকে যাচ্ছিল। তখনই সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এর পর একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে উলটে যায়। তবে বাসটি রুটে চলছিল না রিজার্ভে বরযাত্রী নিয়ে যাচ্ছিল তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।
ঘটনার জেরে সাময়িকভাবে ডরিনা ক্রসিংয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রেকডাউন ভ্যান এসে উলটে যাওয়া বাসটিকে সোজা করে। বেলা ৩টের পর ফের শুরু হয় যানচলাচল।