করোনা টিকা নিলে ‘দীর্ঘকালীন’ করোনা থাকবে না,দ্রুত ফিরবেন স্বাভাবিক ছন্দে: গবেষণা

1/5‘ভ্যাকসিন নিয়েও তো করোনা হচ্ছে। তাহলে লাভ কী?’ রাস্তাঘাটে, দোকানবাজারে এখন প্রায়শই এটা শোনা যাচ্ছে। কিন্তু নিশ্চিন্ত থাকুন। টিকাপ্রাপ্তদের কোভিড হলেও, ঝুঁকি অনেকটাই কম। আর আরও একবার তা প্রমাণিত হল। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)

ইজরায়েলের গবেষকদের পর্যবেক্ষণ, যাঁদের Pfizer- BioNTech ভ্যাকসিন নেওয়া আছে, তাঁদের কোভিডের উপসর্গগুলি তুলনামূলকভাবে কম দীর্ঘস্থায়ী। অন্যদিকে তাঁদের তুলনায় টিকা নেননি যাঁরা, তাঁদের বেশিদিন ধরে 'লং কোভিড' স্থায়ী হচ্ছে। ফাইল ছবি : পিটিআই  (PTI)
2/5ইজরায়েলের গবেষকদের পর্যবেক্ষণ, যাঁদের Pfizer- BioNTech ভ্যাকসিন নেওয়া আছে, তাঁদের কোভিডের উপসর্গগুলি তুলনামূলকভাবে কম দীর্ঘস্থায়ী। অন্যদিকে তাঁদের তুলনায় টিকা নেননি যাঁরা, তাঁদের বেশিদিন ধরে ‘লং কোভিড’ স্থায়ী হচ্ছে। ফাইল ছবি : পিটিআই  (PTI)
ইজরায়েলের সাফেদের 'বার-ইলান ইউনিভার্সিটি'র এপিডেমিওলজিস্ট মাইকেল এডেলস্টেইন। তিনি এই গবেষণার সহ-লেখক। তাঁর কথায়, 'টিকা কেন নেবেন, তার পক্ষে আরও একটি অকাট্য যুক্তি এটি।' এই গবেষণার এখনও পিয়ার রিভিউ বাকি। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)
3/5ইজরায়েলের সাফেদের ‘বার-ইলান ইউনিভার্সিটি’র এপিডেমিওলজিস্ট মাইকেল এডেলস্টেইন। তিনি এই গবেষণার সহ-লেখক। তাঁর কথায়, ‘টিকা কেন নেবেন, তার পক্ষে আরও একটি অকাট্য যুক্তি এটি।’ এই গবেষণার এখনও পিয়ার রিভিউ বাকি। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)
SARS-CoV-2 সংক্রমণের কয়েক সপ্তাহ, মাস এমনকী ১ বছর পরেও 'লং কোভিড' থাকে। কী এই লং কোভিড? আসলে করোনা সেরে গেলেও দুর্বল ব্যক্তিদের বিভিন্ন শারীরিক সমস্যা থেকে যায়। যেমন ক্লান্তি, শ্বাসকষ্ট এবং এমনকী মনোযোগে সমস্যা হয়। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
4/5SARS-CoV-2 সংক্রমণের কয়েক সপ্তাহ, মাস এমনকী ১ বছর পরেও ‘লং কোভিড’ থাকে। কী এই লং কোভিড? আসলে করোনা সেরে গেলেও দুর্বল ব্যক্তিদের বিভিন্ন শারীরিক সমস্যা থেকে যায়। যেমন ক্লান্তি, শ্বাসকষ্ট এবং এমনকী মনোযোগে সমস্যা হয়। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
কারও কারও অনুমান, সংক্রামিত ব্যক্তিদের মধ্যে ৩০% পর্যন্ত ক্ষেত্রে (যাঁদের মধ্যে অনেকেই হাসপাতালেও ভর্তি হননি) এই লং কোভিডের অবিরাম লক্ষণ রয়েছে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস   (Sunil Ghosh/Hindustan Times)
5/5কারও কারও অনুমান, সংক্রামিত ব্যক্তিদের মধ্যে ৩০% পর্যন্ত ক্ষেত্রে (যাঁদের মধ্যে অনেকেই হাসপাতালেও ভর্তি হননি) এই লং কোভিডের অবিরাম লক্ষণ রয়েছে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস   (Sunil Ghosh/Hindustan Times)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.