New Omicron subtype BA.2: ৪০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রনের নয়া রূপ!

1/5ডেনমার্ক, ব্রিটেন, ভারত, সুইডেন এবং অন্যান্য অনেক বেশ কিছু দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন করোনভাইরাসের একটি নতুন সাব-টাইপ। জিনোম মিউটেশনের সঠিক প্রভাব এখনও অস্পষ্ট। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (RISHIKESH CHOUDHARY/HT PHOTO)

আমরা জানি, প্রথম Omicron ভেরিয়েন্ট 'BA.1' অন্যান্য করোনাভাইরাস ভেরিয়েন্টের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সংক্রামক। এখন তারই একটি সাবটাইপ, 'BA.2', আবির্ভূত হয়েছে। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)
2/5আমরা জানি, প্রথম Omicron ভেরিয়েন্ট ‘BA.1’ অন্যান্য করোনাভাইরাস ভেরিয়েন্টের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সংক্রামক। এখন তারই একটি সাবটাইপ, ‘BA.2’, আবির্ভূত হয়েছে। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)
ব্রিটেনে জানুয়ারির প্রথম ১০ দিনে অন্তত ৪০০ জন এতে সংক্রমিত হয়েছেন। ইতিমধ্যে বিশ্বব্যাপী ৪০টিরও বেশি দেশে BA.2 ধরা পড়েছে। ফাইল ছবি ; রয়টার্স  (REUTERS/Toby Melville)
3/5ব্রিটেনে জানুয়ারির প্রথম ১০ দিনে অন্তত ৪০০ জন এতে সংক্রমিত হয়েছেন। ইতিমধ্যে বিশ্বব্যাপী ৪০টিরও বেশি দেশে BA.2 ধরা পড়েছে। ফাইল ছবি ; রয়টার্স  (REUTERS/Toby Melville)
Omicron BA.2-র প্রভাব কতটা, তা এখনও অজানা। তবে, দ্রুত বিস্তার হচ্ছে। আর তার থেকেই মিলছে অশনি ইঙ্গিত। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, প্রথম ওমিক্রন ভেরিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক হতে পারে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (UKHSA) BA.2-কে 'নজরদারিাধীন ভেরিয়েন্ট' হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। ফাইল ছবি ; ব্লুমবার্গ  (Luke MacGregor/Bloomberg)
4/5Omicron BA.2-র প্রভাব কতটা, তা এখনও অজানা। তবে, দ্রুত বিস্তার হচ্ছে। আর তার থেকেই মিলছে অশনি ইঙ্গিত। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, প্রথম ওমিক্রন ভেরিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক হতে পারে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (UKHSA) BA.2-কে ‘নজরদারিাধীন ভেরিয়েন্ট’ হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। ফাইল ছবি ; ব্লুমবার্গ  (Luke MacGregor/Bloomberg)
UKHSA-এর ইনসিডেন্ট ডিরেক্টর মীরা চন্দ বলেন, 'ভাইরাসগুলির ইভল্ভ এবং রূপান্তরিত হওয়াই স্বাভাবিক। মহামারীটি চলতে থাকলে সময়ের সঙ্গে নতুন ভেরিয়েন্ট আসতেই থাকবে। আমাদের কর্তব্য হল সমস্ত ভেরিয়েন্টগুলি নজরে রাখা। কোনটির কী প্রভাব তা জানা। ফাইল ছবি : এএনআই ( Mohd Zakir/ANI Photo)
5/5UKHSA-এর ইনসিডেন্ট ডিরেক্টর মীরা চন্দ বলেন, ‘ভাইরাসগুলির ইভল্ভ এবং রূপান্তরিত হওয়াই স্বাভাবিক। মহামারীটি চলতে থাকলে সময়ের সঙ্গে নতুন ভেরিয়েন্ট আসতেই থাকবে। আমাদের কর্তব্য হল সমস্ত ভেরিয়েন্টগুলি নজরে রাখা। কোনটির কী প্রভাব তা জানা। ফাইল ছবি : এএনআই ( Mohd Zakir/ANI Photo)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.