এবার খোলা বাজারেই মিলবে করোনাভাইরাস টিকা। অর্থাৎ ওষুধ দোকান থেকেই কিনতে পারবেন। সূত্র উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে।
এবার খোলা বাজারেই মিলবে করোনাভাইরাস টিকা। অর্থাৎ ওষুধ দোকান থেকেই কিনতে পারবেন। কারণ বৃহস্পতিবার প্রাপ্তবয়স্কদের জন্য কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে খোলা বাজারে বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে বলে সূত্র উদ্ধৃত করে জানিযেছে সংবাদসংস্থা পিটিআই।
পিটিআই জানিয়েছে, ন্যাশনাল ড্রাগস অ্যান্ড ক্নিনিকাল ট্রায়ালস রুলসের আওতায় সেই অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনের শর্ত অনুযায়ী, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেকের তরফে ক্নিনিকাল ট্রায়ালের তথ্য জমা দিতে হবে। যে ট্রায়াল এখন চলছে। টিকাকরণের পর কী ‘বিরূপ’ প্রতিক্রিয়া হচ্ছে, সেদিকেও নজর রাখতে হবে দুই টিকা প্রস্তুতকারী সংস্থাকে।

