১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। এই দিনটিই Republic Day বা প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হয় দেশ জুড়ে।
এ দিন কী কী হয় সকাল থেকে? এক নজরে দেখে নিন বিশেষ কয়েকটি অনুষ্ঠান।ট্রেন্ডিং স্টোরিজ
- এদিন দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আট কিলোমিটারের কুচকাওয়াজ শুরু হয় রাজপথ থেকে। শেষ হয় ইন্ডিয়া গেটে এসে।
- এদিন সকালে রাষ্ট্রপতি রাজপথে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। কুচকাওয়াজের মতোই এটিও বড় আকর্ষণ দেশের মানুষের কাছে।
- প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশগ্রহণ করে। প্যারেডে অংশগ্রহণ করে ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনা। ট্যাবলোগুলি দেশের নানা সংস্কৃতির পরিচয় বহন করে। দেশের নানা ধরনের সংস্কৃতির সঙ্গে দেশবাসী বা বিদেশের মানুষের পরিচয় করায়।
- এদিন রাষ্ট্রপতি পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন।
- সেনাবাহিনীতে বীরত্বের জন্যও এদিন পরম বীর চক্র, অশোক চক্র এবং বীর চক্র দেওয়া হয়।
- এদিন সকাল থেকেই সরকারি টেলিভিশন চ্যানেলে কুচকাওয়াজ দেখানো হয়। এছাড়া এখন ইন্টারনেটের মাধ্যমেও সাধারণ মানুষ কুচকাওয়াজ দেখতে পারেন।