উপত্যকায় আতঙ্ক: সাম্প্রদায়িক অশান্তি নিয়ে রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের

অশান্ত কাশ্মীর। এক অজানা আতঙ্ক গ্রাস করেছে ভূস্বর্গকে। লাগাতার সেনার বুটের আওয়াজ আর প্রশাসনের একের পর এক নির্দেশিকা ঘুম কেড়ে নিয়েছে কাশ্মীরের মানুষের। সেখানে প্রতি-নিয়ত ঘটে চলা পরিস্থিতির উপর নজর রাখছে গোটা দেশের মানুষ। এই অবস্থায় একাধিক রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অশান্ত কাশ্মীর পরিস্থিতিকে সামনে রেখে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে।

বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। আর সেজন্যে সমস্ত রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রক। বিশেষ করে উত্তর প্রদেশ সহ স্পর্শকাতর রাজ্যগুলিকে পুলিশকে দিয়ে যাতে বিশেষ অ্যান্টি-রায়েট ড্রিল চালানো হয় সেজন্যেও নির্দেশ দিয়েছে অমিত শাহের দফতর।

পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে কাশ্মীরে। একের পর এক জঙ্গিকে নিকেশ করার পরও পাক জঙ্গিদের উপস্থিতি উরিয়ে দিচ্ছে না ভারতীয় সেনা। ইতিমধ্যেই ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করা হয়েছে কাশ্মীরে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সোমবার ঠিক সকাল সাড়ে ৯টায় লোক কল্যাণ মর্গে সেই বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হয়।

মূলত মন্ত্রিসভার সদস্যদের ডাকা হয় এই বৈঠকে। একদিকে কাশ্মীরে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লার মত নেতাদের গৃহবন্দি করা হয়েছে বলে খবর আসছে। অন্যদিকে, সোমবার থেকে উপত্যকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবাও। তাই এই পরিস্থিতিতে মোদীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে।

যদিও এই বৈঠক হওয়ার কিছু আগে মোদীর নেতৃত্বে চলছে উচ্চ পর্যায়ের আরও একটি বৈঠক হয়। যে বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আর এরপরেই রাজ্যগুলিকে এহেন সতর্কবার্তা বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.