রাজ্যে আরও কমল করোনা সংক্রমণের গতি, দাবি উঠছে স্কুল খোলার

রাজ্যে আরও কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণের গতি। সঙ্গে বিপুল সংখ্যায় কমল অ্যাক্টিভ কেসও। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০,৯৫৯। মৃত্যু হয়েছে ৩৭ জনের।

বৃহস্পতিবারের বুলেটিন অনুসারে ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৭,৩৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ১০,৯৫৯টিতে সংক্রমণ পাওয়া গিয়েছে। কলকাতায় সংক্রমণ ১,৭৫৯। উত্তর ২৪ পরগনায় ১,৭৪৭, দক্ষিণ ২৪ পরগনায় ৭৫০।ট্রেন্ডিং স্টোরিজ

উত্তরবঙ্গে মালদায় সংক্রমণ ৪৮০, দার্জিলিংয়ে ৩৮৬। সব মিলিয়ে রাজ্যে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১৯.৩৯ লক্ষ।

এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৩৭ জনের। যার মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ৯ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। ৪ জনের মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গে মালদা জেলায় ১ জন ও দার্জিলিংয়ে ১ জনের করোনায় মৃত্যু হয়েছে। রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ২০,২৩০।

এদিন সুস্থ হয়েছেন ১৭,৮১৫ জন। যার ফলে ৬,৮৯৩টি অ্যাক্টিভ কেস কমেছে। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ১.৪৫ লক্ষ।

এদিন রাজ্যে সংক্রমণের হার ছিল ১৬.২৭ শতাংশ। যা বুধবারের থেকে সামান্য কম। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯১.৪৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.