প্রধানমন্ত্রী মোদীর আবাসে ক্যাবিনেট মিটিং, আজ কাশ্মীর নিয়ে হতে পারে বড়সড় অ্যাকশন

জম্মু কাশ্মীরের পরিস্থিতি লাগাতার উত্তেজনা পূর্বক হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে আজ ওনার আবাসে ক্যাবিনেট বৈঠক চলছে। আজ এই বৈঠকে উপত্যকা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার আশা আছে। শোনা যাচ্ছে যে, এই বৈঠকের সিদ্ধান্ত আর কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সরকার আজ সংসদে বয়ান দিতে পারে। এই বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও রাষ্ট্রীয় নিরপত্তা উপদেষ্টা অজিত দোভালের (Ajit Doval) সাথে দেখা করেন।

এর আগে রবিবার রাতে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আর ন্যশানাল কনফারেন্স এর নেতা উমর আব্দুল্লাহ কে গৃহ বন্দি করা হয়। কংগ্রেস নেতা উসমান মাজিদ আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা এম.ওয়াই নারিগামি এই দাবি করেন। পুলিশ জানায় যে, কাশ্মীরের পরিস্থিতি এখন উত্তেজনার মধ্যে দিয়ে চলছে, এবং আরও সেনা মোতায়েন করা হয়েছে। এরপরেই এই নেতাদের নজরবন্দি করা হয়েছে। নজরবন্দি হওয়ার পর উমর আব্দুল্লাহ কাশ্মীরিদের কাছে শান্তি বজায় রাখার আবেদন করেন।

পুলিশ আধিকারিক জানায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী উমর আব্দুল্লাহ আর মেহবুবা মুফতি কে ঘর বন্দি রাখার নির্দেশ পাওয়া গেছে, কারণ জঙ্গি হামলা আর নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সাথে উত্তেজনা বাড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আর এরই মধ্যে সোমবার সকাল ৬ টা থেকে জম্মু আর শ্রীনগরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.