কম্পিউটারে WhatsApp-এ ভয়েস ও ভিডিয়ো কল কীভাবে করে? জেনে নিন

1/5অনেকেই কাজের জন্য কম্পিউটারে WhatsApp ব্যবহার করেন। কিন্তু সেখানে শুধু মেসেজের কাজই হয়। তবে চাইলে কম্পিউটারে কল বা ভিডিয়ো চ্যাটও করা যায়।  ফাইল ছবি : রয়টার্স (Reuters)

তবে মনে রাখবেন, এর জন্য কম্পিউটারে মাইক্রোফোন সংযোগ রাখতে হবে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
2/5তবে মনে রাখবেন, এর জন্য কম্পিউটারে মাইক্রোফোন সংযোগ রাখতে হবে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
ভয়েস কল: যাঁকে কল করতে চান, তাঁর কনট্যাক্টটি খুলুন। ভয়েস কল আইকনে ক্লিক করুন। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
3/5ভয়েস কল: যাঁকে কল করতে চান, তাঁর কনট্যাক্টটি খুলুন। ভয়েস কল আইকনে ক্লিক করুন। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
কলের সময়ে চাইলে মাইক্রোফোন আইকন দিয়ে মিউট বা আনমিউট করতে পারেন।  ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (Reuters)
4/5কলের সময়ে চাইলে মাইক্রোফোন আইকন দিয়ে মিউট বা আনমিউট করতে পারেন।  ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (Reuters)
অন্যদিকে ভিডিয়ো কলের জন্য ভিডিয়ো কল আইকনে ক্লিক করতে হবে। এক্ষেত্রেও মাইক্রোফোনের কার্যকারিতা একই। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5অন্যদিকে ভিডিয়ো কলের জন্য ভিডিয়ো কল আইকনে ক্লিক করতে হবে। এক্ষেত্রেও মাইক্রোফোনের কার্যকারিতা একই। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.