চাপে ছিলেন বিরাট কোহলি। টেস্ট ক্যাম্পেন্সি ছেড়ে এবার চাপমুক্তভাবে মাঠে নামতে পারবেন। এই যুক্তিতেই কোহলির নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন কপিল দেব। টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের দাবি, সাম্প্রতিক সময়ে কোহলিকে যতটা টেনশনে দেখিয়েছে, সেটা ঝেড়ে ফেলার এটাই যথাযথ উপায় ছিল।
Mid-day-কে কপিল বলেন, ‘আমি কোহলির টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। টি-২০’র নেতৃত্ব ছাড়ার পর থেকে ও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। সাম্প্রতিক সময়ে ওকে টেনশনে দেখিয়েছে। প্রচণ্ড চাপের মধ্যে ছিল ও। সুতরাং, চাপমুক্তভাবে খেলার জন্য নেতৃত্ব ছেড়ে দেওয়া একটা যথাযথ বিকল্প হতে পারত। ও সেটাই বেছে নিয়েছে।’