পশ্চিমী ঝঞ্ঝা দূর হয়েছে বঙ্গ থেকে। আর ঝঞ্ঝা দূর হতেই আকাশ পরিসষ্কার হয়েছে। আর তাতেই ফের ফিরেছে শীতের আমেজ। তবে আজও পশ্চিমবঙ্গের দুই-একটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মোটের উপর উত্তর থেকে দক্ষিণ আজ রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। আগামী ৪৮ ঘণ্টা কোথাও কোনও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। রাতের দিকে তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি ও ১৫ ডিগ্রির আশপাশে থাকবে৷ গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ আজ ভোরে কুয়াশা থাকলেও বাকি দিনভর আকাশে রোদের দেখা মিলবে। আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা নিম্নগামী থাকলেও পরে ফের ধাপে ধাপে পারদ চড়বে বলে মনে করা হচ্ছে।ট্রেন্ডিং স্টোরিজ
ঝঞ্ঝা দূর হতেই শনিবার থেকে আবহাত্তয়া শুষ্ক হতে শুরু করে। শনিবার বিকেলের পর থেকে ধীরে ধীরে মেঘ সরে যায় বঙ্গের আকাশ থেকে। এই আবহে সোমবার থেকেই তাপমাত্রা আরও কমতে পারে বলে খবর সূত্রের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু-তিনদিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে। এদিকে মাঘের শুরুতেই শীতের আমেজ ফিরলেও তা দীর্ঘস্থায়ী হবে না। এর মধ্যে শনিবার থেকে আবহাত্তয়া শুষ্ক হতে শুরু করেছে।